ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে ওয়ালটন আন্তঃবিশ^বিদ্যালয় ফুটবল

দেশের ফুটবলে সুসময় ফেরানোর উদ্যোগ

প্রকাশিত: ০৬:২১, ১৩ জুলাই ২০১৭

দেশের ফুটবলে সুসময় ফেরানোর উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ও বিনোদনের লক্ষ্যে বাংলাদেশের সাবেক কৃতী ফুটবলারদের সমন্বয়ে গঠিত সোনালী অতীত ক্লাব ঢাকা ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী শুক্রবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ওয়ালটন আন্তঃবিশ^বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’র প্রথম আসর। শেষ হবে ৩০ জুলাই। টুর্নামেন্ট আয়োজনে পাওয়ার্ড বাই হিসেবে থাকছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও কো-স্পন্সর হিসেবে রয়েছে হামিম গ্রুপ। এ উপলক্ষে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শেখ জামাল ধানম-ি ক্লাবের গর্ভনিং বডির চেয়ারম্যান মনজুর কাদের, শামসুদ্দোহা শিমু (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শাহজালাল ইসলামী ব্যাংক), অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির (উপাচার্য, গ্রিন ইউনিভার্সিটি), এফএম ইকবাল বিন আনোয়ার (ডিরেক্টর অপারেশন, ওয়ালটন গ্রুপ)। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শেখ মোঃ আসলামসহ সোনালী অতীত ক্লাবের সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাবের সভাপতি ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় খুরশিদ আলম বাবুল। সংবাদ সম্মেলনে তরুণদের জঙ্গীবাদ ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পদ্ধতিতে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো উন্মোচন করেন অতিথিরা। সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিরা সবাই এ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি তারা বলেন, ছাত্ররা যখন জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে তখন তাদের নানা অসামাজিক কর্মকা- থেকে বিরত রাখার জন্য এ প্রতিযোগিতা বেশ কার্যকর ভূমিকা রাখবে। তারা আরও বলেন, আমরা আয়োজকদের কাছে প্রত্যাশা করব বিশ^বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এ ধরনের প্রতিযোগিতা যেন প্রতি বছর নিয়মিত আয়োজন করা হয়। মনজুর কাদের বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে এখনকার ছেলেমেয়েরা এপার্টমেন্ট বেড়ে উঠছে ফার্মের মুরগির মতো। তারা কোন খেলাধুলা করে না। মোবাইল আর কম্পিউটার নিয়ে সময় কাটায়। যুব সমাজ ইয়াবায় আসক্ত। একটা প্রজন্ম এভাবে শেষ হয়ে যেতে পারে না। এটা রোধ করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এই প্রজন্মকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। বিশেষ করে ফুটবল। আগে অনায়াসে সবাই বেশ কজন তারকা ফুটবলার যেমন সালাউদ্দিন, এনায়েত, চুন্নু, আসলাম, ওয়াসিমদের নাম বলতে পারতো। কিন্তু এখনকার প্রজন্ম ক’জন দেশীয় ফুটবলারের নাম জানে? শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।’ শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘আমরা ফুটবল খেলে বড় হয়েছি। দেশের ফুটবলের এখন খুব খারাপ সময় যাচ্ছে। সেই সঙ্গে বিশ^বিদ্যালয় পড়ুয়া ছাত্ররা জঙ্গীবাদ ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মূলত তাদের ফুটবলের মাধ্যমে একটু ভাল রাখার চেষ্টা থেকেই সোনালী অতীত ক্লাব ও গ্রিন ইউনিভার্সিটির এই আয়োজন।’ এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আগে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট খুব জমজমাট হতো। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো। এখন বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টগুলোর জৌলুস নেই। আসলে সরকারী বিশ্ববিদ্যালয়ে অল্প-বিস্তর খেলাধুলা হলেও বেসরকারী বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে বলতে গেলে পিছিয়ে। মাঠের অভাবে ইচ্ছা থাকলেও তারা খেলতে পারে না। নিজের স্পোর্টিং ট্যালেন্ট দেখাতে পারে না। তাদের বিষয়টি মাথায় রেখেই এই টুর্নামেন্টের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি। তাছাড়া ওয়ালটন গ্রুপ শুরু থেকেই তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার বিষয়টিতে জোর দিয়ে আসছে। আমরা বিশ্বাস করি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে তাদের নানারকম সমাজবিরোধী কর্মকা- থেকে বিরত রাখা যাবে। আমরা আশা করছি আগের মতো জমজমাট ও জৌলুসপূর্ণ একটি টুর্নামেন্ট হবে। ইনশাল্লাহ ভবিষ্যতেও এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব।’ এ টুর্নামেন্টে ২০ ইউনিভার্সিটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ১৮টি বেসরকারি ও ২টি সরকারী। প্রতিটি ম্যাচ হবে ৭০ মিনিটের। টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিছু ম্যাচ হতে পারে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ২ লাখ ও রানার্সআপ দল ১ লাখ টাকা প্রাইজমানি পাবে। দলগুলো হলো : আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এ্যান্ড টেকনোলজি, ব্র্যাক ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিইউইটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গণ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আইইউবিএটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, শের-এ-বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম, ইউ ল্যাব, সাউথইস্ট ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস ও স্বাগতিক গ্রিন ইউনিভার্সিটি।
×