ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৬:০২, ১৩ জুলাই ২০১৭

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছর পবিত্র হজ পালনের লক্ষ্যে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে রাজধানীসহ সারাদেশের সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয় ও সচিবালয় ক্লিনিকে একযোগে এ কার্যক্রম শুরু হয়। সকালে সরেজমিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, নিবন্ধিত হজযাত্রীরা সকাল থেকে কেউ এজেন্সির মাধ্যমে আবার কেউ ব্যক্তিগতভাবে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে হাজির হয়েছেন। চিকিৎসক ও নার্সরা সিরিয়াল অনুযায়ী হাসিমুখে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্য সনদ দিচ্ছেন। প্রত্যেক হজযাত্রীকে দুই ধরনের টিকা (ইনফ্লুয়েঞ্জা ও ম্যানিনজাইটিস) দিচ্ছেন। কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা জানান, প্রথম দিন হওয়ায় বুধবার হজযাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। তবে আগামী দু-একদিনের মধ্যে এ সংখ্যা অনেকগুণ বেড়ে যাবে বলে তারা জানান। আশকোনা হজ অফিসের পরিচালক মোঃ সাইফুল ইসলাম দুপুরে বলেন, আনুষ্ঠানিকভাবে না হলেও পূর্ব ঘোষণা অনুসারে সারাদেশে নিবন্ধিত হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই আশকোনা হাজিক্যাম্পে স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হবে। সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এ বছর সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় এক লাখ ২৭ হাজার ৭৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। তাদের প্রত্যেককে স্বাস্থ্য সনদ সঙ্গে নিতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, মুগদা মেডিক্যাল, সরকারী কর্মচারী হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন। এছাড়া অন্যান্য জেলার হজযাত্রীরা বিভাগীয় শহরে সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা শহরে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন। প্রত্যেক হজযাত্রীকে বিমানবন্দরে প্রদর্শনের জন্য স্বাস্থ্য সনদ সঙ্গে রাখতে হবে।
×