ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিআরটিএ’র দুই অসাধু কর্মচারীর নিয়োগ বাতিলের নির্দেশ মন্ত্রীর

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ জুলাই ২০১৭

বিআরটিএ’র দুই  অসাধু কর্মচারীর নিয়োগ বাতিলের নির্দেশ মন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ মিরপুর বিআরটিএ কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে কর্মরত সিল মেকানিক মোঃ শাহীন ও সুলতান মাহমুদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে বিআরটিএ কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিআরটিএ চেয়ারম্যানকে তাদের নিয়োগ বাতিলের নির্দেশ দেন। পরিদর্শনকালে সড়ক মন্ত্রী কথা বলেন বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা লোকজনের সঙ্গে। তখন সাধারণ মানুষ সিল মেকানিক মোঃ শাহীন ও সুলতান মাহমুদের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মন্ত্রী তাদের নিয়োগ বাতিলের নির্দেশ দেন। এছাড়া যথাযথ নিয়ম মেনে ও সততার সঙ্গে যানবাহনের বিভিন্ন ধরনের সেবা প্রদানে বিআরটিএ-এর কর্মচারীদের নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
×