ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ ॥ ধাওয়া পাল্টাধাওয়া আহত ১০

প্রকাশিত: ০৫:৫১, ১৩ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ ॥ ধাওয়া পাল্টাধাওয়া আহত ১০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগর বিএনপির চলতি বছরের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ণ অভিযান কর্মসূচীতে ছাত্রদলের দুটি গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও দুদফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় হোসিয়ারী সমিতির মিলনায়তন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের সঙ্গে মিলনায়তনের ভেতরে প্রবেশ ও নেতাদের সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের কর্মী রফিকুল ইসলাম ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক আবুল কাউসার আশা গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেশকিছু চেয়ার-টেবিল ভাংচুর করা হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতারা বের হয়ে গেলে মিলনায়তনের বাইরে আবারও লাঠিসোটা নিয়ে একপক্ষ অপরপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ একপর্যায়ে নগরীর প্রধান সড়কে ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্য নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ১০ কর্মী আহত হয়েছে। এ বিষয়ে জেলা জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি শুনেছেন তার কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে। মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা জানান, বহিরাগতরা অনুষ্ঠানটি প- করতে চেয়েছিল। কিন্তু মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা সেটা প্রতিহত করেছে। ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষের বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মিলনায়তনে প্রবেশ, ছবি তোলা এবং নিজ নিজ পন্থী নেতাদের পক্ষে কে কার চেয়ে বেশি স্লোগান দিতে পারাকে কেন্দ্র করে মিলনায়তনের বাইরে বহিরাগত নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংষর্ঘ হয়েছে। তবে অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশ সমাপ্ত হয়েছে।
×