ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিকুনগুনিয়া প্রতিরোধে বিএমএকে এগিয়ে আসতে হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫১, ১৩ জুলাই ২০১৭

চিকুনগুনিয়া প্রতিরোধে বিএমএকে এগিয়ে আসতে হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ চিকুনগুনিয়া সম্পর্কে ভয় কাটাতে জনসচেতনতা কার্যক্রম জোরদারে চিকিৎসকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, চিকুনগুনিয়া নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোন ভিত্তি নাই। মানুষের মনের ভয় কাটাতে ও রোগের চিকিৎসাবিষয়ক পরামর্শ প্রদানে চিকিৎসকরাই বড় ভূমিকা রাখতে পারেন। এ জন্য পথসভাসহ জনসচেতনতা কার্যক্রম গ্রহণে বিএমএকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি চিকুনগুনিয়ার উৎস এডিস মশক নিধনে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রমে আরও গতি বাড়াতে তাদের উদ্বুদ্ধকরণেও ভূমিকা রাখতে হবে চিকিৎসকদের জাতীয় সংগঠন বিএমএকে। বুধবার সচিবালয়ে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলামসহ বিএমএর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, বাংলাদেশ আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব অধ্যাপক ডাঃ ইহতেশামুল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা ও বিএমএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের বন্যা উপদ্রব এলাকায় চিকিৎসক দল প্রেরণের জন্য বিএমএর প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সরকার হিসেবে বিভিন্ন দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সব সময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। বিএমএ নেতৃবৃন্দকেও বন্যা বা পাহাড়ী ঢলসহ যে কোন দুর্যোগে দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে। সভায় বিএমএ মহাসচিব হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়নসহ চিকিৎসক সমাজের উন্নয়নে বেশ কয়েকটি প্রস্তাবনা উত্থাপন করেন। স্বাস্থ্যমন্ত্রী এ সময় বিএমএ নেতৃবৃন্দের প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শুনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নযোগ্য মতামতসমূহ দ্রুত আলোচনা করে পদক্ষেপ নেয়ার আশ^াস দেন। বিএমএ উত্থাপিত কয়েকটি প্রস্তাবনা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমাধানযোগ্য হওয়ায় সেগুলো নিয়েও বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান মন্ত্রী। হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিতে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বৈঠকে বসবেন বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। এ ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট মতামত প্রেরণের জন্য বিএমএর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএমএর মতামত পাওয়ার পর দ্রুত আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভা বৈঠকে উত্থাপনের ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি রোগীদের স্বার্থের কথা ভেবে তাদের প্রতি সহানুভূতিমূলক আচরণে উৎসাহ যোগাতে বিএমএর পক্ষ থেকে প্রতিমাসে তরুণ চিকিৎসকদের নিয়ে বিশেষ কাউন্সেলিং কোর্স চালু করার পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, চিকিৎসা দিতে আসা চিকিৎসক ও নিতে আসা রোগীর কেউ যেন হয়রানি না হয় সেদিকে লক্ষ রেখে সবাইকে কাজ করতে হবে। ডায়াবেটিস সচেতনতা সৃষ্টিতে সহযোগিতা করবে ডেনমার্ক বাংলাদেশে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধিসহ স্বাস্থ্য খাতের উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিতি উইন্থার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে এসে এই আগ্রহ ব্যক্ত করেন।
×