ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে আইনমন্ত্রী

দেশের সব সমস্যা সংসদে আলোচনার স্বাধীনতা এমপিদের রয়েছে

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ জুলাই ২০১৭

দেশের সব সমস্যা সংসদে আলোচনার স্বাধীনতা এমপিদের রয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জাতীয় সংসদে দেশের সব সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার স্বাধীনতা সংসদ সদস্যদের আছে এবং রুল্্স অব প্রসিডিউর যদি পড়া হয় দেখা যাবে সব গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করার সুযোগ এবং অধিকার তাদের রয়েছে। সেই অনুপাতে তারা আলাপ আলোচনা করেছেন, তাতে আমার মনে হয় সুষ্ঠুই হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আন্তরিকতায় নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করা হচ্ছে এবং বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির পর অর্থ মন্ত্রণালয়ও সম্মতি দিয়েছে এবং আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশনের সদস্যগণ অধিদফতরের কর্মকর্তা হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবেন। বুধবার দুপুরে ঢাকার সাভারে বাংলাদশে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সাব-রেজিস্ট্রারদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। দুই মাস মেয়াদী এই প্রশিক্ষণে ৩০ সাব-রেজিস্ট্রার অংশ নেন। তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়াতে নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করার পাশাপাশি আমরা এর অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের উপর জোর দিয়েছি। এ লক্ষ্যে সরকার সকল জেলা ও উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত জেলা রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসভবন নির্মাণ করছে এবং ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪৮ জেলা রেজিস্ট্রি অফিস ভবন এবং ২৩৩টি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া গত এপ্রিল মাসেও ৩০৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ১৪টি জেলা রেজিস্ট্রি অফিসভবন এবং ২ ও ৩ তলা বিশিষ্ট ৯৮টি সাব-রেজিস্ট্রি অফিসভবন নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। বর্তমানে এ প্রকল্পে পরিচালক নিয়োগের কাজ চলছে এবং চলতি অর্থবছরেই প্রকল্পটির বাস্তবায়ন শুরু হবে। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে আর কোন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারকে ভাড়া বাসায় অফিস করতে হবে না। আনিসুল হক বলেন, নিবন্ধন পরিদফতর ভারত উপমহাদেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান হলেও ২০১৬ সালের পূর্বে এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিশেষ কোন ব্যবস্থা বাংলাদেশে ছিল না। তারই প্রেক্ষাপটে গত বছরের গোড়ার দিকে আমি নিবন্ধন পরিদফতরের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছিলাম। এ উদ্যোগের ফলে ২০১৬ সালে সকল জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পর্যায়ক্রমে স্বল্প মেয়াদী বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এর মাধ্যমে এই বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণের দ্বার উন্মোচিত হয়। তাদের আমি বলেছিলাম আগামীতে আপনাদের আরও গুণগতমান সম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সে লক্ষ্যে বিপিএটিসিতে তাদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়। আমার বিশ্বাস, বিপিএটিসি তাদের গুণগতমান সম্পন্ন প্রশিক্ষণ উপহার দিতে সক্ষম হয়েছে এবং এর মাধ্যমে আমার সেই প্রতিশ্রুতি পূরণের প্রতিফলন ঘটেছে। বাংলাদশে লোক প্রশাসন প্রশক্ষিণ কেন্দ্রের রেক্টর ড. এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমান, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন বেগম, নিবন্ধন পরিদফতরের মহা-পরিদর্শক খান মোঃ আব্দুল মান্নান বক্তব্য রাখেন।
×