ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেনিফার এ্যানিস্টন

প্রকাশিত: ০৫:২৫, ১৩ জুলাই ২০১৭

জেনিফার এ্যানিস্টন

জেনিফার জোয়ানা এ্যানিস্টন একজন মার্কিন অভিনেত্রী, চিত্র পরিচালক, প্রযোজক এবং ব্যবসায়ী। তিনি আমেরিকার বিখ্যাত টিভি ধারাবাহিকে ফ্রেন্ডস এর জনপ্রিয় রাযাচেল গ্রীন চরিত্রে অভিনয় করার জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান। ফ্রেন্ডস টিভি ধারাবাহিকে তার চরিত্রের নৈপুণ্যের কারণে তিনি একবার করে এমি, গোল্ডেন গ্লোব ও স্ক্রিন এ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেছেন। তিনি হলিউডের বিভিন্ন চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন। তাঁর অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রই হাস্য-রসাত্মক বা কমেডি চলচ্চিত্র। তার এসকল চলচ্চিত্রের মধ্যে আছে ব্রুস অলমাইটি, অফিস স্পেস, রিউমার হ্যাজ ইট। এছাড়া রোমান্টিক-কমেডি চলচ্চিত্রের মধ্যে রয়েছে এ্যালং কেম পলি এবং দ্য ব্রেকআপ। এছাড়া কমেডি-হরর চলচ্চিত্রেও তাকে দেখা গেছে, যেমনÑ লেপ্রিকন এবং অপরাধ-থ্রিলার ডিরেইল্ড-এ। বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই, কিন্তু সৌন্দর্যের জৌলুস এখনও অটুট জেনিফার এ্যানিস্টনের। তার এই চিরসবুজ রূপের মর্যাদা পেয়েছেন ‘পিপলস ম্যাগাজিন থেকে। পিপলস ম্যাগাজিন ২০১৬ সালের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটি ফুল ওম্যান’ খেতাব দিয়েছে তাকে। ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজ দিয়ে তারকাখ্যাতি পাওয়া অভিনেত্রী জেনিফার এ্যানিস্টন পরবর্তীতে ক্যারিয়ার গড়েছেন বিভিন্ন রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয় করে। ‘ব্রুস অলমাইটি’, ‘মারলি এ্যান্ড মি’, ‘দ্য ব্রেক আপ’-এর মতো সিনেমায় দেখা গিয়েছে তার অভিনয় নৈপুণ্য। এছাড়াও সম্প্রতি ‘কেইক’ সিনেমাটির জন্য তিনি জিতে নিয়েছেন গোল্ডেন গ্লোব’। হলিউডে পারিশ্রমিকের দৌড়ে এগিয়ে থাকা এ অভিনেত্রী ২০০৪ সালেও পিপলের দৃষ্টিতে সবচেয়ে সুন্দরী নারীর খেতাব পান। ২০১১ সালের মেনজ হেলথ ম্যাগাজিন তাকে ‘সেক্সিয়েস্ট ওম্যান অব অল টাইম’ নির্বাচন করে। গত বছরে মুক্তি পেয়েছে জেনিফার অভিনীত সিনেমা ‘মাদার্স ডে’, ‘দ্য ইয়োলো বার্ডস’ ও ‘অফিস ক্রিসমাস পার্টি’। সিনেমায় শুরুর দিকে একজন এজেন্ট এ্যানিস্টনকে বলেছিলেন তিনি অনেক মোটা। এরপর থেকেই নিজের শরীরের প্রতি যতœবান হন এ অভিনেত্রী। শুরু“করেন কঠিন ডায়েটের। তার ডায়েটের মেন্যু খুবই ভয়াবহ। তিনি শুধু মিল্ক শেক এবং ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই দিন পারি দিয়ে দিতেন। তবে মজার কথা হলো এই যুগে যখন সবাই টুইটার, ফেসবুক, ইন্সট্রাগ্রামে মাতোয়ারা সেখানে জেনিফার এ্যানিস্টনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি কোন আগ্রহ নেই। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রীর মতে, সোশ্যাল সাইটগুলোতে তিনি মজাদার কিছু খুঁজে পান না। এমনকি ভবিষ্যতেও সামাজিক মাধ্যমগুলোতে যুক্ত হওয়ার কোন সম্ভাবনা নেই তার। তার মতে কারও সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনে এসএমএসের সহজ মাধ্যমটিই সেরা।
×