ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্থসাউথ ভার্সিটির ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রকাশিত: ০৫:২১, ১৩ জুলাই ২০১৭

নর্থসাউথ ভার্সিটির ভর্তি পরীক্ষা শুক্রবার

নর্থসাউথ ইউনিভার্সিটির ফল ২০১৭ সেমিস্টারের আন্ডার-গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা কাল শুক্রবার, বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরাস্থ নিজস্ব ক্যাম্পাসে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। চারটি অনুষদের ২৪ বিষয়ে আবেদনকারী শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অনুমতি পত্রসহ কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি। চিকুনগুনিয়া রোধে সেমিনার চিকুনগুনিয়া প্রতিরোধের কোন টিকা নেই। ব্যক্তিগত সচেতনতাই চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমণ প্রতিরোধের প্রধান উপায়। মশার কামড় এড়িয়ে চলা চিকুনগুনিয়া সংক্রামণ প্রতিরোধের উত্তম উপায়। মঙ্গলবার প্রথমবারের মতো নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মিরজাদি সাবরিনা ফ্লোরা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. জি. ইউ. আহসান। সেমিনারে ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি। পশ্চিমাঞ্চল রেলে ব্যাপক উন্নয়ন তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ বর্তমান সরকার আমলে পশ্চিমাঞ্চল রেলওয়ে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে কৈডাঙ্গা ব্রিজের উচ্চতা বৃদ্ধি, ইঞ্জিন ও সবুজ বাংলা কোচ আমদানি, বন্ধ ৫৪ স্টেশন আংশিক চালু ট্রাকের কাজ, লোক নিয়োগ, স্টেশন রি-মডেলিং, ইয়ার্ড আধুনিকায়ন ইত্যাদি। এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করায় প্রাণহানি ঝুঁকি কমে গেছে। সময়ের পরিবর্তন এবং চাহিদার কারণে আমদানি করা হয়েছে ইঞ্জিন ও সবুজ বাংলা কোচ। বাড়ানো হয়েছে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন। এ ছাড়াও দুটি মৈত্রী এবং মিটার গেজ লাইনে রংপুর এক্সপ্রেস ও লালমনির এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে। বন্ধ ৫৪ স্টেশন আংশিক চালু করা হয়েছে। টাঙ্গাইলে ১১ ইউপিতে আজ ভোট নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১২ জুলাই ॥ সদর উপজেলার তিনটি ও মধুপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন টাঙ্গাইল সদরের কাতুলী, মাহমুদনগর ও ছিলিমপুর ইউনিয়নে এবং মধুপুর উপজেলার আউশনারা, মহিষমারা, কুড়ালিয়া, অরণখোলা, বেরীবাইদ, কুড়াগাছা, শোলাকুড়ি ও ফুলবাগচালা ইউনিয়নে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সদর উপজেলার তিনটি ও মধুপুরের আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে।
×