ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৫:২০, ১৩ জুলাই ২০১৭

নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ জুলাই ॥ পতœীতলায় আবারও ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুরে মার্কেন্টাইল ব্যাংক নজিপুর শাখা থেকে টাকা উত্তোলন করে বাসযোগে মাতাজি ফেরার পথে নজিপুর বদলগাছী সড়কের পেট্রোল পাম্পের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সাদা মাইক্রোবাস ডিবি পুলিশের পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস আটকে টাকার মালিক হামিদুর ও শফিকুল দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে তাদের মারপিট করে জখম করে ওই টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জানা গেছে, মহাদেবপুর উপজেলার মাতাজি হাট এলাকার ব্যবসায়ী আইয়ুব হোসেনের ম্যানেজার হামিদুর রহমান ও তার শ্যালক বদলগাছী উপজেলার শফিকুল দু’জনে মিলে মঙ্গলবার মার্কেন্টাইল ব্যাংক নজিপুর শাখা থেকে চেক ভাঙ্গিয়ে ১০ লাখ টাকা উত্তোলন করে মাতাজি ফিরছিলেন। পথে ফিলিং স্টেশনের কাছে সাদা একটি মাইক্রোবাস বাসের পথ রোধ করে ডিবি পুলিশের পরিচয়ে বাসে তাদের আসামি আছে বলে বাস থেকে হামিদুর ও শফিকুলকে নামিয়ে তাদের চোখ বেঁধে তুলে নিয়ে যায়। এ অবস্থায় হামিদুর ও শফিকুলকে জয়পুরহাট জেলার আক্কেলপুরের চকথাল এলাকায় ১০ লাখ টাকাসহ দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে জখম করে মাইক্রোবাস থেকে হামিদুর ও শফিকুলকে নামিয়ে দিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। ভুল অপারেশনে শিশুর মৃত্যু ॥ আটক ৬ নিজস্ব সংবাদদাতা, রংপুর ১২ জুলাই ॥ ভুল অপারেশনে মেধা নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। মহানগরের আর কে রোড এলাকায় বেসরকারী ক্লিনিক ভিআইপি জেনারেল হাসপাতালে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালটির এক নার্স ও দুই আয়াসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহত মেধা রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের মাহমসুদুল হাসানের মেয়ে। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ জুলাই আপার এ্যাবডোমিনাল হার্নিয়া অপারেশনের জন্য ভিআইপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় মেধাকে। মঙ্গলবার মধ্য রাতে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এর প্রায় দুই ঘণ্টা পর নার্স এসে জানান, মেধা মারা গেছে। এ ঘটনার পর পরই অপারেশনের দায়িত্বে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিরন্ময় কুমারসহ অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, ‘হার্নিয়া অপারেশনের নামে মেধার দুই কিডনি বের করে তাকে হত্যা করেছে ডাক্তাররা।’ বুধবার সকালে হাসপাতালে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে সালেহা বেগম নামে নার্স জানান, মেধার শরীর থেকে কিডনি বের করার কথা তিনি জানেন না। শিশুটিকে হার্নিয়া অপারেশনের জন্য ভর্তি করা হয়েছিল বলে তিনি শুনেছেন।
×