ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রমিককে মারধর ॥ ভোলায় বাস ধর্মঘট, যাত্রী দুর্ভোগ

প্রকাশিত: ০৫:১৯, ১৩ জুলাই ২০১৭

শ্রমিককে মারধর ॥ ভোলায় বাস ধর্মঘট, যাত্রী দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১২ জুলাই ॥ লালমোহন উপজেলায় যাত্রীবাহী ‘মির্জাকালু’ নামের বাসের ড্রাইভারকে মারধরের ঘটনায় ভোলা-চরফ্যাশনসহ অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। বুধবার দুপুরে বাস শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। তারা ওই ঘটনার বিচারের দাবিতে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে। হঠাৎ করে বাস ধর্মঘটের কারণে যাত্রীরা চরম বিপাকে পড়ে। ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে তাদের যাত্রীবাহী একটি বাস ভোলা থেকে চরফ্যাশন উপজেলায় যাচ্ছিল। লালমোহন উপজেলার পৌর এলাকা অতিক্রম করার সময় একটি অটোরিক্সার সাথে ওই বাসের ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে লালমোহন শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েতের নেতৃত্বে বাসের ড্রাইভার মামুনকে মারধর করে থানায় সোপর্দ করে। এ ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলে বাস মালিকরাও একাত্মতা প্রকাশ করে। ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খাজা মহিউদ্দিন শাকিল জানান, জাকির পঞ্চায়েত এলাকায় সালিশের নামে ও অটোরিক্সা, নসিমন, করমিনসহ সকল অবৈধ যানবাহনের কাছে চাঁদা আদায় করছেন। এলাকায় তিনি চিহ্নিত চাঁদাবাজ। তিনি লালমোহন শহরের বাসস্টান্ডে বাস মালিক সমিতির বাস দাঁড়াতে, যাত্রী ওঠা-নামায় ব্যাপক বাধা ও ঝামেলা করে আসছেন। এ নিয়ে অনেক সালিশ হয়েছে। লালমোহনের জাকির পঞ্চায়েতকে গ্রেফতার করা না হলে তাদের ধর্মঘট অব্যাহত থাকবে। লালমোহন উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত বলেন, উপজেলার কালমা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আলমের অটোরিক্সাটি ‘মির্জাকালু’ বাসটি ফরাজির দোকানের কাছে গুঁড়িয়ে দিয়ে চলে যায়। অটোচালক কোনরকমে বেঁচে যায়। বাস চালককে বাস দাঁড় করাতে বললে বেপরোয়া চালিয়ে লালমোহনের দিকে চলে যায়। পরে তিনি লালমোহনে ফোন করলে লোকজন বাসটি থামানোর চেষ্টা করে, তিনি নিজেও বাসের পেছনে পেছনে মোটরসাইকেলে বাসটি ধরার চেষ্টা করেন। কিন্তু চালক বাস না থামিয়ে উল্টো তার মোটরসাইকেল চাপা দেয়ার চেষ্টা করে। তিনি অনেক কষ্টে বাঁচলেও তার মোটসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে লালমোহন সার্কেল এসপি রফিকুল ইসলাম জানান, আহত বাস ড্রাইভারকে হাসপাতালে চিকিৎসা দিয়ে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
×