ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা

প্রকাশিত: ০৫:১৯, ১৩ জুলাই ২০১৭

বাঁশখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১২ জুলাই ॥ শীলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর এলাকায় যৌতুকের জন্য চার সন্তানের জননী গৃহবধূ নুরতাজ বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে পাষ- স্বামী। বুধবার বিকেল ৩টার দিকে হত্যাকা-ের খবর পেয়ে গৃহবধূর পরিবার পরিজনসহ এলাকাবাসী ভিড় করে ঘটনাস্থলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকার জাফর আহমদের মেয়ে নুরতাজ বেগমের (৩৫) সঙ্গে একই এলাকার মৃত আসহাব মিয়ার ছেলে নাছিরের বিয়ে হয়। বিয়ের ১৪ বছর পেরিয়ে গেলেও দু’বছর থেকে যৌতুকের জন্য নুরতাজ বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেলে গৃহবধূ তার বাপের বাড়িতে খবর দেয়। গৃহবধূর বাবা যৌতুক দিতে অপরাগতা এবং স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে নাছির ও তার ভাই হোসেন বুধবার বাড়িতে ঢুকে গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। গৃহবধূর মৃত্যু নিশ্চিত হলে স্বামী ও পরিবারের অন্য সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। মেহেরপুরে প্রবাসীর স্ত্রী সংবাদদাতা মেহেরপুর থেকে জানান, গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে চম্পা খাতুন (২৮) নামের গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার সকালে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে আপন দেবর তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন গৃহবধূর বাবা তেরাইল গ্রামের জহির উদ্দীন শাহ। নিহত চম্পা খাতুন জোড়পুকুরিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহীন উদ্দীনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছেলে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন চম্পা খাতুন। তার ছোট দেবর রাহেন উদ্দীনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। পরে নিহতের পিতার পরিবার ঘটনাস্থলে গিয়ে নিহতের গলায় ফাঁস দেয়ার দাগ দেখতে পায়। সিলেটে গৃহবধূর লাশ স্টাফ রিপোর্টার সিলেট থেকে জানান, লন্ডনী রোড এলাকা থেকে বুধবার দুপুরে রুজিনা আক্তার (৩৭) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুজিনা আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়ার মেয়ে ও অগ্রণী আবাসিক এলাকার আলকাছ আলীর স্ত্রী। নিহত গৃহবধূ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন তার স্বামী। পুলিশ জানায়, নিহত গৃহবধূর লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গাজীপুরে ছয় শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় চার কিলোমিটার গ্যাস লাইন ও পাঁচ শতাধিক বাড়ির ৬শতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় এক অবৈধ গ্রাহককে জরিমানা করা হয়েছে। বুধবার দিনব্যাপী গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল, তিতারকুল ও গাজীপুর এলাকার তিনটি স্পটে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদ চৌধুরী জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খানের নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে গাজীপুর সিটি কর্পোরেশনের তিতারকুল বাজার, হাড়িনাল, গাজীপুর এলাকার ৩টি স্পটে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি, দেড় ইঞ্চি ও এক ইঞ্চি ব্যাসের প্রায় ৪ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৬শ’ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ৫শ’ বাড়ির ৬ শ’ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযানকালে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ গ্রহণকারী হাড়িনাল নোয়াগাঁও এলাকার মশিউর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
×