ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লৌহজংয়ে বাল্যবিয়ে ঠেকাল সহপাঠী শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৫:১৯, ১৩ জুলাই ২০১৭

লৌহজংয়ে বাল্যবিয়ে ঠেকাল সহপাঠী শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তৃতীয় শ্রেণীর ছাত্রী দুর্গার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বুধবার রাতে আর এই সংবাদটি পেয়ে দলবল নিয়ে দে ছুট। সহপাঠীর বিয়ে ঠেকাতে হবে যে কোন মূল্যে। উত্তর দিঘলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আর শিক্ষকদের প্রচেষ্টায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী দুর্গা রাজবংশী (১১)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মৃধা জানান, বুধবার এলাকাবাসীর কাছ থেকে তার এক ছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা ১২ জন শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে দুর্গা রাজবংশীর বড় নওপাড়া গ্রামের বাড়িতে গিয়ে উঠেন এবং তারা বিয়ে বন্ধ করতে বলেন। এছাড়া বাল্যবিয়ের বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ রফিকুল ইসলাম মোল্লার মাধ্যমে অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন বাল্যবিয়েটি বন্ধ করতে একজন অফিসারসহ থানা পুলিশ পাঠান ছাত্রীটির বাড়িতে। লৌহজং থানার অফিসার ইনচার্জ মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া গ্রামের বাসিন্দা রাম প্রসাদ রাজবংশীর মেয়ে উত্তর দিঘলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী দুর্গা রাজবংশীর বিয়ে দিচ্ছিল গাজীপুর এলাকার এক যুবকের সঙ্গে। আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংবাদ পেয়ে ছাত্রীটির বাড়িতে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেই। টেকনাফে এ কেমন বিয়ে! স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, বরের বয়স ১৫ ও কনের বয়স ১৩, এ কেমন বিয়ে! টেকনাফের হ্নীলায় বাল্যবিয়ের এ খবর চাউর হলে তোলপাড় শুরু হয়। লেদা এলাকার ছিদ্দিক আহমদ ওরফে বাটার ছিদ্দিকের পুত্র হেলাল উদ্দিন (১৫) ও ওয়াব্রাং এলাকার প্রবাসী আব্দু সমদের মেয়ে জোসনা আক্তারের (১৩) মধ্যে বাল্যবিয়ে অনুষ্ঠানের সমস্ত আয়োজন প্রায় শেষ। দাওয়াত দেয়ার সময় স্থানীয়রা এই বিয়ে নিয়ে প্রশ্ন তুললে উভয় পক্ষ একটু থমকে যায়। বিয়ে বাড়ির লোকজন বলছে, ‘ওরাতো পড়া-লেখা করে না। লেখা-পড়া করলেই তো বাল্যবিয়ে বলে গণ্য হতো। এরা পড়ে না-তাই কেন বাল্যবিয়ে হবে?’ এমন জানিয়ে বরের বাবা বাটার ছিদ্দিক বিয়ের আয়োজনে মরিয়া। স্থানীয় মেম্বার নুরুল হুদা জানান, আমি তাদের পরিষ্কারভাবে বলে দিয়েছি। এত অল্প বয়সে এ বিয়ে হতে দিতে পারি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান, বাল্যবিয়ে কিছুতেই হতে দেয়া হবে না। এ বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাল্যবিয়ে সম্পাদনে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল কৃষকের নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ জুলাই ॥ কটিয়াদীতে খড়ের পালার আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছে আলতু মিয়া (৫৫) নামের এক কৃষক । তিনি কটিয়াদী পৌরসভাধীন মসল্লা গ্রামের মৃত জাহেদুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে প্রতিবেশী রমজান মিয়ার খড়ের ঢিবিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় কৃষক আলতু মিয়া খড়ের ঢিবিতে উঠে পানি ঢালার সময় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যায়। পরে স্বজনারা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×