ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবিতে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৫:১৮, ১৩ জুলাই ২০১৭

রাবিতে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত ইংরেজী দৈনিক দি ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রাহমানের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশের পাদদেশে এই কর্মসূচী পালন করা হয়। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আরাফাত রাহমানের ওপর হামলার ঘটনাটি সত্য প্রকাশে বাধা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ উল্লেখ করে কর্মসূচীতে অংশ নেয়া সংবাদকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে এর প্রতিবাদ জানান। অবস্থান কর্মসূচীতে রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনি, সহ-সভাপতি মেহেদী হাসান, রাবি প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। মাশুক হত্যা মামলা সিআইডিতে স্থানান্তর দাবি সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মাটিডালি এলাকার নমম শ্রেণীর স্কুলছাত্র মাশুক হত্যা মামলার তদন্ত সিআইডি টিমের মাধ্যমে করার দাবি জানিয়ে এর ইন্ধনদাতা ও হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতাদের দাবি জানিয়েছে নিহত মাশুকের বাবা। বুধবার সংবাদ সম্মেলনে মাশুকের বাবা জাসদ নেতা ইমদাদুল হক গ্রেফতারকৃত আসামি নাঈমের ইতোপূর্বের দেয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রত্যাখ্যান করে এটিকে নাটক উল্লেখ করে বলেন মামলার এজাহারভুক্ত আসামিরা ঘুরে বেড়াচ্ছে। তিনি ও তার সমর্থকরা শঙ্কায় রয়েছেন। বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য জাসদ নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ১৩ মে রাতে স্কুলছাত্র মাশুক ফেরদৌস শহরের মাটিডালি এলাকায় তার বাড়ির কাছ সে খুন হয়। চাল আত্মসাত মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ভিজিএফ কার্ডধারী হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৯০ টন চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই চেয়ারম্যানের নাম মোঃ আলাউদ্দিন মোল্লা। তিনি কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফ কার্ডের ৯০ টন চাল আত্মসাতের অভিযোগে আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে গত ২৮ ডিসেম্বর মোজাম্মেল হক নামে এক ব্যক্তি কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। দায়ের করা ওই মামলায় আটাবহ ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লাকে মঙ্গলবার রাতে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
×