ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে যৌতুকের জন্য স্ত্রী ও শাশুড়িকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৫:১৮, ১৩ জুলাই ২০১৭

বরিশালে যৌতুকের জন্য স্ত্রী ও শাশুড়িকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ও শাশুড়িকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় বুধবার সকালে থানায় মামলা করা হয়েছে। ঘটনাটি জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের। জানা যায়, দুই বছর আগে একই গ্রামের মোশারেফ খান পান্নুর পুত্র আরিফ খানের সঙ্গে সামাজিকভাবে তার বিয়ে হয়। বিয়ের সময় তার বাবা যৌতুক হিসেবে আরিফের পরিবারকে স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল দেয়। বর্তমানে তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। জোসনা বেগম আরও জানান, সম্প্রতি সময়ে যৌতুকলোভী আরিফ পাঁচ লাখ টাকা যৌতুক আনার জন্য তাকে (জোসনা) মারধর করে তার বাবার বাড়িতে তাড়িয়ে দেয়। গত ৯ জুলাই তার মা সেলিনা বেগম তাকে নিয়ে আরিফদের বাড়িতে এলে আরিফ, তার পিতা মোশারেফ খান নান্নু, মা পারভীন বেগমসহ ৪-৫ জনে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম ও তার মা সেলিনা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। নোয়াখালীতে কেন্দ্রীয় শিক্ষক কমিটি ঘোষিত মানববন্ধন বুধবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারাদেশব্যাপী মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে জেলা সদরের টাউন হল চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী সদর উপজেলার আহ্বানে শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি এবিএম আবদুল আলীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ তোফাজ্জ্বল হোসেন, নুরুল হুদা বাহার, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেম।-বিজ্ঞপ্তি
×