ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে এ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে ॥ আক্রান্ত ৮

প্রকাশিত: ০৫:১৭, ১৩ জুলাই ২০১৭

দৌলতপুরে এ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে ॥ আক্রান্ত ৮

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১২ জুলাই ॥ গোবড়গাড়া গ্রামে এ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে। শিশু থেকে শুরু করে সব বয়সী এ রোগে আক্রান্ত হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। ইতোমধ্যে শিশুসহ অন্তত আটজন এ রোগে আক্রান্ত হয়েছে। ঈদের দুইদিন দৌলতপুর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের নাহারুল ইসলামের অসুস্থ গাভী জবাই করা হয়। ওই গরুর মাংস গ্রামের লোকজনের মাঝে বিক্রয় করা হয়। এর ৩-৪ দিন পর থেকে যারা ওই গরুর মাংস খেয়েছে এবং মাংস নড়াচড়া করেছে তারা সকলেই অসুস্থ হয়ে পড়ে। প্রথমে জ্বর পরে শরীরের বিভিন্ন স্থনে ক্ষত দেখা দেয়। এভাবে ওই গ্রামের প্রায় বাড়িতে এখন এ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিলেও এখনও অনেকে চিকিৎসা না নিয়ে রোগ বহন করছে। এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে মাহাবুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী, শিশু আশিক ও রিজভি, জাহানারা খাতুন রাফুল ইসলাম ও এনামুল স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও তাদের শরীরে ঘা রয়ে গেছে। গরুর মালিক নাহারুল ইসাম জানান, ঈদের দু’দিন পর তার পোষা গাভী অসুস্থ হয়ে পড়ে। গরু“জবাইকারী এনামুল জানান, মাংস নড়াচড়া করার কারণে তার হাতে ও কপালে ঘা হয়েছে। ওষুধ খেয়েছি তাও সারছে না। এদিকে এ্যানথ্রাক্স রোগ নিয়ে এলাকার প্রতারক চক্র গরুর মালিক নাহারুল ইসলাম ও গরু জবাইকারী এনামুলকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। তবে দৌলতপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী নজরুল ইসলাম এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, গোবড়গাড়া গ্রামের পশুদের এ্যানথ্রাক্স রোগের টিকা বা ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয়েছে। যাতে এ রোগ অন্য কোন পশুর শরীরে ছড়াতে না পারে।
×