ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাশ্রমে সাড়ে দশ হাজার বৃক্ষরোপণ

প্রকাশিত: ০৫:১৭, ১৩ জুলাই ২০১৭

স্বেচ্ছাশ্রমে সাড়ে দশ হাজার বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১২ জুলাই ॥ এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন ও কম গাছ থাকা রাস্তায় বনজ ও ফলদ গাছ লাগিয়ে ছায়ার ব্যবস্থা করতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে গ্রাম জনপদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কৈকুড়ি গ্রামের ‘কৈকুড়ি বেকার কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড’ নামের সংগঠনের সাধারণ সম্পাদক এম আর সাগর আহম্মেদ এ উদ্যোগের প্রধান উদ্যোক্তা বলে তথ্য মিলেছে। জানা গেছে, স্বেচ্ছাশ্রমের শ্রমের ভিত্তিতে ওই ইউনিয়নের সাত কিলোমিটার নতুন ও কম গাছ থাকা রাস্তার দুই পাশে প্রায় সাড়ে ১০ হাজার ফলদ ও বনজ বৃক্ষরোপণ শুরু করেছে সংগঠন। রবিবার থেকে এ কর্মসূচী শুরু করা হয়েছে। এ কর্মসূচীতে গাছ দিয়ে সহয়তা করছেন উপজেলা বন বিভাগ। ওই সংগঠনের সাধারণ সম্পাদক এম আর সাগর আহম্মেদ জানান, তাদের সংগঠন বিভিন্ন সময় গ্রামে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকে। এ ধরনের কাজের অংশ হিসেবে তিনি ও তার সংগঠনের ৬০ নারী ও পুরুষ সদস্য নিজ গ্রামসহ আশপাশের গ্রামের রাস্তার দুপাশে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করে। এ বিষয়ে তারা উপজেলা বন বিভাগের সহায়তা কামনা করে গাছ সরবরাহের জন্য লিখিত আবেদন করলে উপজেলা বন বিভাগ তাদের ওই ১০ হাজার গাছ সরবরাহ করে। প্রাথমিক পর্যায়ে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পাহালোয়ানপাড়া গ্রাম থেকে কোমারপুর ও শালগ্রাম থেকে আমইল সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বৃক্ষরোপণ করা হবে। ওই সংগঠনের সাধারণ সম্পাদক এম আর সাগর আহম্মেদ আরও জানান, বৃক্ষরোপণের পর এ গুলোর দেখভাল ও পরিচর্যার দায়িত্ব পালন করবে সংগঠনের সদস্যরা। তিনি বলেন উপজেলা বন বিভাগের দেয়া ১০ হাজার চারা ছাড়াও সংগঠনের নিজস্ব অর্থায়নে আরও পাঁচ শ’ গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সব রাস্তার পাশে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হবে। এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, এ সংগঠনটি বৃক্ষরোপণ ছাড়াও নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে। গত ঈদে এ সংগঠনের সদস্যরা গ্রামের বিভিন্ন রাস্তার পাশে জঙ্গল ও আর্বজনা পরিষ্কার করেছে। ফলে কমে গেছে মশার উপদ্রপ এবং গ্রামবাসীর পথ চলতে বেশ সুবিধা হয়েছে।
×