ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে পাহাড় কেটে পাথর উত্তোলনের হিড়িক

প্রকাশিত: ০৫:১৭, ১৩ জুলাই ২০১৭

সিলেটে পাহাড় কেটে পাথর উত্তোলনের হিড়িক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারী সংলগ্ন টিলাসহ আশপাশের বাড়ি ও উঁচু ভূমি কেটে গর্ত তৈরি করে পাথর উত্তোলনের হিড়িক চলছে। টিলা ও পাহাড় বেষ্টিত বাখালছড়া, রাজার টিলা, মনিপুর গ্রাম, লালমাটির টিলা, ডাউকেরগুল, বাজেখেল, সাউদগ্রাম, পশ্চিমপাড়া, বড়গ্রাম, কান্দলা, বাংলা টিলা, মীরাপিং শাহ টিলাসহ আশপাশ এলাকার মাটি কেটে বড় বড় গর্ত তৈরি করে পাথর উত্তোলন করা হচ্ছে। বর্ষা মৌসুমে সব ধরনের পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা থাকায় পাথর খেকোচক্র কোয়ারীর আশপাশের এলাকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পাথরের দাম বেড়ে যাওয়ায় প্রভাবশালী চক্র এসব এলাকায় বসবাসরত দরিদ্র জনসাধারণকে টাকার লোভ দেখিয়ে তাদের বাড়িঘরের আঙ্গিনা, টিলা ও পাহাড় কেটে নানাভাবে প্রতিদিন গর্ত করে পাথর উত্তোলন করছে। উপজেলা প্রশাসন ও কানাইঘাট থানা পুলিশ এসব এলাকায় হঠাৎ অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে ব্যবস্থা নিলেও পুনরায় নির্বিচারে পাথরখেকো চক্র প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সীমান্তবর্তী এসব এলাকায় পাথর উত্তোলনের নামে রীতিমতো তা-ব চালাচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সীমান্তবর্তী এলাকা। সীমান্তবর্তী এলাকার টিলা ও পাহাড় কেটে পাথর উত্তোলন অব্যাহত থাকলে প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও পাহাড় ও টিলা ধসে প্রাণহানি ঘটনা ঘটতে পারে। প্রভাবশালী পাথরখেকো চক্র পাথর উত্তোলনের নামে এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। পাহাড় টিলা এবং সমতল এলাকায় গর্ত তৈরি করে পাথর উত্তোলণকারীদের নাম ঠিকানার তালিকা একাধিকবার তৈরি করলেও বাস্তবে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। উপজেলা বিট কর্মকর্তা জানান বন বিভাগের টিলা ও পাহাড় কেটে গাছপালা কর্তন ও অবৈধভাবে প্রতিদিন হাজার হাজার ঘনফুট পাথর উত্তোলণের ঘটনায় কানাইঘাট থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে পৃথক ৬টি সাধারণ ডায়রি করা হয়েছে। এর মধ্যে একটি মামলার প্রসিকিউশন দেয়া হয়েছে আদালতে। নিয়মানুযায়ী টিলা ও পাহাড় কেটে পাথর উত্তোলনের ঘটনায় পরিবেশ অধিদফতরের মামলা দায়েরের কথা থাকলেও লোভাছড়া এলাকায় পরিবেশ অধিদফতরের কোন তৎপরতা নেই। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, লালমাটি টিলা থেকে এ পর্যন্ত প্রায় অর্ধ কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লোভাছড়া পাথর কোয়ারীসহ আশপাশ এলাকা থেকে যারা টিলা, পাহাড় কেটে এবং গর্ত তৈরি করে পাথর উত্তোলন করে আসছে তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে।
×