ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্যাদুর্গতদের পাশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দাঁড়ানোর নির্দেশ

প্রকাশিত: ০৫:০৮, ১৩ জুলাই ২০১৭

বন্যাদুর্গতদের পাশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দাঁড়ানোর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দেশের কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় কর্পোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নিতে বলা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ নির্দেশনা পাঠায়। নির্দেশনায় বন্যাদুর্গতদের মধ্যে আর্থিক এবং ত্রাণসহায়তা হিসেবে খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরী ওষুধ বিতরণের জন্য বলা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানানো হয়েছে, বন্যায় বিভিন্ন অঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ঘরবাড়ি ও গবাদিপশুর। উত্তরাঞ্চলসহ সারাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর আর্থিক ও ত্রাণসামগ্রী প্রয়োজন। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের সিএসআর কার্যক্রমের আওতায় অবিলম্বে বন্যাদুর্গতদের জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে। চাষীদের দুগ্ধ সংরক্ষণে সহায়তা করবে প্রমিথিয়ান অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে অর্থায়ন সংস্থা ইউএসএইডের ‘ফিড দি ফিউচার পার্টনারিং ফর ইনোভেশনের’ অংশীদার হিসাবে প্রমিথিয়ান পাওয়ার সিস্টেমস বাংলাদেশের হাজার হাজার নিম্ন আয়ের দুগ্ধ-চাষীদের কোল্ড চেন প্রক্রিয়ায় আওতাভুক্ত হতে সহায়তা করবে। এটি বাস্তবায়ন করতে দুধ শীতলীকরণে প্রমিথিয়ান তাদের পেটেন্ট করা তাপ-শক্তি সঞ্চয় প্রযুক্তি স্থাপন করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের দুগ্ধ-চাষীদের কাছ থেকে নিয়মিত দুধ সংগ্রহ করবে।
×