ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন এডিপি বাস্তবায়ন নিয়ে সংশয়

প্রকাশিত: ০৫:০৮, ১৩ জুলাই ২০১৭

নতুন এডিপি বাস্তবায়ন নিয়ে সংশয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্তমান সরকারের দুই মেয়াদে সবচেয়ে কম বার্ষিক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন হয়েছে গেল অর্থবছরে। এতে চলতি অর্থবছরের বিশাল আকারের এডিপি বাস্তবায়নও চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বড় এডিপি নেয়ার পর তা পুরোপুরি বাস্তবায়ন করতে না পারায় সরকারের প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে দায়ী করছেন তারা। তবে একে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে না সরকার। প্রতিবছরই বড় অঙ্কের বরাদ্দ থাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচী বা এডিপিতে। বিনিয়োগ, কর্মসংস্থান বাড়িয়ে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনই বরাদ্দের মূল লক্ষ্য। সদ্য বিদায়ী অর্থবছরে এডিপিতে বরাদ্দ দেয়া হয় ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। গত ফেব্রুয়ারিতে সংশোধন করা হয় এটি। তবে এক দশকেরও বেশি সময় পর ২০১৬-১৭ অর্থবছরের এডিপিতে কোন কাটছাঁট করা হয়নি। এটিও চূড়ান্ত হিসেবে পুরো বাস্তবায়ন হয়নি। ব্যয় করা গেছে বরাদ্দের ৮৯ শতাংশ। যা গত আট বছরের মধ্যে সবচেয়ে কম। গত এডিপির বাস্তবায়নে অদক্ষতার মধ্যেও বাড়তি বরাদ্দ রাখা হয়েছে নতুন এডিপিতে। আকার ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি ২৫ লাখ টাকা, সঙ্গে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ যোগ হয়েছে আরও প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকা। তবে, বড় অংকের এই এডিপিকে চ্যালেঞ্জ মনে করছে না সরকার। বলা হচ্ছে, এবার আরো গতিশীল হবে কার্যক্রম। খুলনায় নতুন হোটেল করবে পেনিনসুলা চট্টগ্রাম অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগাং লিমিটেড খুলনায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে। এটি হবে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিটির তৃতীয় হোটেল। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে লিজ নেয়া জমিতে এ হোটেলটি নির্মাণ করা হবে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। পেনিনসুলা চিটাগাং এর প্রথম হোটেলটি নির্মিত হয় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। দ্বিতীয় হোটেলটি চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় নির্মাণ প্রক্রিয়ায় আছে। তৃতীয় ইউনিট নির্মাণের জন্য সম্ভাবনাময় খুলনা বেছে নিয়েছে কোম্পানিটি। জানা গেছে, খুলনার জলিল স্মরণীতে আবু নাসের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কাছে হোটেলটি নির্মাণ করা হবে।
×