ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে কমেছে পণ্য রফতানি

প্রকাশিত: ০৫:০৭, ১৩ জুলাই ২০১৭

ভারতে কমেছে পণ্য রফতানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে ভারতে বাংলাদেশী পণ্যের রফতানি কমেছে, কমেছে রফতানি আয়ও। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য মতে, ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় দেশটিতে রফতানি আয় কমেছে ২ দশমিক ৪৯ শতাংশ। ইপিবির তথ্য বলছে, আলোচ্য অর্থবছরের ভারতে বাংলাদেশী পণ্য রফতানি আয় হয়েছে ৬৭ কোটি ২৪ লাখ ডলার। আর ২০১৫-১৬ অর্থবছরে আয় হয়েছিল ৬৮ কোটি ৯৬ লাখ ডলার। ইপিবি বলছে, গত তিনটি অর্থবছর পরে এবারই ভারতে রফতানি আয় কমেছে। ২০১১-১২ অর্থবছরে ভারতে রফতানি হয় ৪৯ কোটি ৮৫ লাখ ডলারের পণ্য। ২০১২-১৩ অর্থবছরে ভারতে রফতানি হয় ৫৬ কোটি ৩৯ লাখ ডলার। তবে এর পরের অর্থবছরেই রফতানি আয় কমে যায়। ২০১৩-১৪ অর্থবছরে দেশটিতে পণ্য রফতানি থেকে আয় হয় ৪৫ কোটি ৬৬ লাখ ডলার। এর পরের বছরই অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে আবার দেশটিতে পণ্য রফতানিতে আয় বাড়ে। ওই বছর আয় হয় ৫২ কোটি ৭১ লাখ ডলার। আর ২০১৫-১৬ অর্থবছরে আয় হয়েছিল ৬৮ কোটি ৯৬ লাখ ডলার। তবে পরপর দুই বছর বৃদ্ধির পরে ২০১৬-১৭ অর্থবছরে রফতানি আয় কমে যায়। রফতানিকারকদের মতে, ভারত পাট ও পাটজাত পণ্যে এন্টিডাম্পিং শুল্ক আরোপের ফলেই আলোচ্য অর্থবছরে ভারতে রফতানি আয় কম হয়েছে। বিশ্বের সবচেয়ে নিরাপদ মুদ্রা ইয়েন অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘সেফ হ্যাভেন’ নামে পরিচিত মুদ্রাগুলোর মধ্যে জাপানী ইয়েনই এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ মুদ্রা। গোল্ডম্যান স্যাকস অর্থনীতিবিদদের বিশ্লেষণের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, নিরাপদ মুদ্রা হিসেবে জাপানী ইয়েনের পরের স্থানে যৌথভাবে রয়েছে সুইস ফ্রাঁ ও মার্কিন ডলার। অন্যদিকে কয়েকটি উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ (রিস্ক-অন) মুদ্রার তালিকায় আছে মেক্সিকোর পেসো, দক্ষিণ আফ্রিকার ও অস্ট্রেলীয় ডলার। কেভিন ডেলির নেতৃত্বে গোল্ডম্যান স্যাকস অর্থনীতিবিদদের ওই বিশ্লেষণে দেখা গেছে, গত দশকে বৈশ্বিক ঝুঁকিপূর্ণ সম্পদের উত্থান-পতনের সঙ্গে সঙ্গতি রেখে দারুণভাবে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে জাপানী ইয়েন।
×