ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে সীমান্ত বিরোধ অতীতের মতো এবারও মিটিয়ে ফেলতে পারব ॥ জয়শঙ্কর

প্রকাশিত: ০৫:০৩, ১৩ জুলাই ২০১৭

চীনের সঙ্গে সীমান্ত বিরোধ অতীতের মতো এবারও মিটিয়ে ফেলতে পারব ॥ জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও চীন অতীতে যেমন সীমান্ত বিরোধ সমাধানে কাজ করেছে তেমনি বর্তমানেও দুটি দেশ তাদের সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে না পারার কোন কারণ নেই। খবর টাইমস অব ইন্ডিয়া। মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া-আসিয়ান ও পরিবর্তনশীল ভূ-রাজনীতি’ শীর্ষক এক সেমিনারে এস জয়শঙ্কর এ কথা বলেন। তিনি আরও বলেন, চীন-ভারত সীমান্ত বিশাল এলাকা জুড়ে (৩,৪৮৮ কিমি.) বিস্তৃত এবং এর সীমান্তে সম্মত কোন ঐক্য রেখা নেই, সময়ে সময়ে তা পরিবর্তিত হয়েছে, যার দরুণ মত পার্থক্যেরও সৃষ্টি হয়েছে। আয়োজিত সেমিনারে ‘পরিবর্তনশীল ভূ-রাজনীতি’ বিষয়ক এক প্রশ্নের জবাবে সিকিম সীমান্তের দোকালাম এলাকায় ভারত ও চীনের সৈন্য সমাবেশের ফলে সৃষ্ট উত্তেজনা নিয়ে জয়শঙ্কর কথা বলছিলেন। জয়শঙ্কর বলেন, ভারত ও চীন এই প্রথমবারের মতো সীমান্ত বিরোধে জড়িয়ে পড়েনি, অতীতে এ ধরনের বহু ঘটনা ঘটেছে এবং আমরা তা সমাধানে সক্ষম হয়েছি। ভুটান, সিকিম ও তিব্বত এই ত্রিদেশীয় সীমান্তের এক ত্রিকোণ ভূমিতে (যা দোকালাম নামে পরিচিত) চীন ও ভারত তিন সপ্তাহের বেশি সময় ধরে রণপ্রস্তুতি নিয়ে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। চীনা বাহিনী এই এলাকায় সড়ক নির্মাণের কাজ শুরু করলে এই বিবাদের সূত্রপাত হয়। বিতর্কিত এই এলাকাটির ভারতীয় নাম দোকালা যা ভুটানীদের কাছে ভোকালাম নামে পরিচিত এবং চীন দাবি করছে যে, এটি তাদের দংল্যাং এলাকার একটি সম্প্রসারিত অংশ। সিঙ্গাপুরের লী কুয়ান ইউ স্কুল এবং ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে ভূ-রাজনৈতিক অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পায়।
×