ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে লস্কর সদস্য সন্দীপ শর্মা গ্রেফতার

প্রকাশিত: ০৫:০৩, ১৩ জুলাই ২০১৭

কাশ্মীরে লস্কর সদস্য সন্দীপ শর্মা গ্রেফতার

জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য সন্দেহে সন্দীপ শর্মা নামে একজন হিন্দুকে গ্রেফতার করেছে ভারতশাসিত কাশ্মীর পুলিশ। খবর বিবিসির। পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনটিতে যোগ দিয়ে ‘আদিল’ নাম নিয়েছিলেন সন্দীপ শর্মা। বেশকিছু প্রাণঘাতী হামলা, ব্যাংক লুট, নিরাপত্তা বাহিনীর অস্ত্র ছিনতাই, জঙ্গীদের নিরাপদ জায়গায় পৌঁছে দেয়ার মতো ঘটনায় সন্দীপ শর্মা জড়িত বলে দাবি করেছে পুলিশ। আটক ব্যক্তিকে সংবাদমাধ্যমের সামনে হাজির করে লস্কর-এ-তৈয়বার মতো সংগঠনে কোন হিন্দু ব্যক্তির যোগ দেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে পুলিশ। আটক সন্দীপ শর্মা ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা। সে ২০১২ সালে কাশ্মীরে আসে বলে জানায় পুলিশ। কাশ্মীর রেঞ্জের পুলিশ মহানির্দেশক মুনির খান বলেন, গরমের সময়ে সন্দীপ ওয়েল্ডিংয়ের কাজ করত আর শীতে পাঞ্জাবের পাতিয়ালায় চলে যেত। পাঞ্জাবে কাজ করার সময়েই কুলগাম জেলার বাসিন্দা শাহিদ আহমেদের সঙ্গে তার যোগাযোগ হয়। তারপর সে দক্ষিণ কাশ্মীরে এসে প্রথমে এটিএম মেশিন থেকে টাকা লুট এবং পরে অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে। মুনির খান জানান, কিছুদিন আগে দক্ষিণ কাশ্মীরে এক থানার ওসিসহ ৫ পুলিশ সদস্যকে হত্যা করে লস্কর-ই-তৈয়বা। এর কয়েকদিন পরই পুলিশের সঙ্গে এক সংঘর্ষে নিহত হন এই জঙ্গী সংগঠনটির প্রধান বশির আহমদ ওয়ানি বা বশির লস্করি। যে বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বশির লস্করির নিহত হন, আটক সন্দীপ শর্মা সেখানেই ছিলেন বলে দাবি করেছে পুলিশ। অভিযান পরিচালনার ঠিক আগে নিরাপত্তার খাতিরে সন্দীপসহ ওই বাড়ির বাকি সব লোকজনকে পুলিশ নিরাপদ স্থানে সরিয়ে নেয়। কাশ্মীর পুলিশ জানায়, পরে জিজ্ঞাসাবাদে যে বাড়িতে লস্কর-ই-তৈয়বার জঙ্গীরা ঘাঁটি গেড়েছে, সেখানে তার কাজ কী প্রশ্ন করা হলে এর কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি সন্দীপ শর্মা। তখনই তাকে সন্দেহ করে পুলিশ। পরে আরও জিজ্ঞাসাবাদ করা হলে লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেন সন্দীপ শর্মা।
×