ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিউকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ

প্রকাশিত: ০৫:০৩, ১৩ জুলাই ২০১৭

 লিউকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ

ওয়াশিংটন মঙ্গলবার ক্যান্সার আক্রান্ত চীনা ভিন্নমতাবলম্বী লিউ জিয়াওবোকে চিকিৎসা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এ সঙ্গে তাকে মুক্তি দেয়ার জন্য বেজিংয়ের প্রতি আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নউয়ার্ট বলেছেন, আমরা তার পুরো প্যারোলের জন্য এবং তার স্ত্রীকেও মুক্তি দেয়ার জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান অব্যাহত রাখছি। মুখপাত্র বলেন, লিউয়ের মুক্তির জন্য চীনের প্রতি আমরা আবারও আহ্বান জানাচ্ছি যাতে করে তিনি তার ইচ্ছা অনুযায়ী কোন দেশে চিকিৎসা নিতে পারেন। তা যদি যুক্তরাষ্ট্রে হয়, আমরা অবশ্য সে সিদ্ধান্তের প্রতি স্বাগত জানাবো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আনন্দিত যে, মার্কিন ও জার্মান চিকিৎসা বিশেষজ্ঞরা এ ক্যান্সার রোগীকে দেখতে সমর্থ হয়েছেন। নউয়ার্ট বলেন, ওয়াশিংটন কেবল লিউয়ের (৬১) কল্যাণের ব্যাপারেই উদ্বিগ্ন নয়। চীনে আটক অন্য ভিন্নমতাবলম্বীদের জন্যও উদ্বিগ্ন। মুখপাত্র বলেন, পররাষ্ট্র দফতর অন্তত ৭ জন বিবাদীপক্ষের আইনজীবী ও মানবাধিকারকর্মীকে অব্যাহতভাবে আটক রাখার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। তাদের ওপর নির্যাতন এবং স্বাধীনভাবে আইনজীবী নিয়োগে অস্বীকৃতির অভিযোগ রয়েছে, এ জন্যও তাদের উদ্বেগ রয়েছে। যাদের এখনও আটক রাখা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের জন্য চীন কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। লিউয়ের লিভার ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছায় তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে কর্তৃপক্ষ গত মাসে প্রকাশ করে এবং এরপর থেকে তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
×