ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র কাতার চুক্তি যথেষ্ট নয় ॥ সৌদি জোট

প্রকাশিত: ০৫:০২, ১৩ জুলাই ২০১৭

সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র কাতার চুক্তি যথেষ্ট নয় ॥ সৌদি জোট

সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে যে চুক্তি হয়েছে তাকে অপর্যাপ্ত বলে জানিয়েছে ৪ জাতি আরব জোট। মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়। খবর এএফপি। বিবৃতিতে এ চুক্তিকে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন বন্ধে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মিসরের দীর্ঘ দিনের চাপের ফসল বলে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, কাতারকে বিশ্বাস করা যায় না। কারণ, এর আগেই দেশটি তাদের সঙ্গে করা এজাতীয় চুক্তির বরখেলাপ করেছে। দোহা চুক্তি অনুযায়ী কাতারকে সঠিক পথে রাখার জন্য তার ওপর কড়া নজরদারি নিশ্চিত করা প্রয়োজন বলেও বিবৃতিতে দাবি করে আরব জোট। চুক্তি স্বাক্ষর শেষে মঙ্গলবার রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। এ সময় টিলারসন বলেন, বিশ্ব থেকে সন্ত্রাসবাদ মুছে ফেলতে গত মে মাসে রিয়াদ সম্মেলনে নেয়া সিদ্ধান্তের আলোকেই দোহা চুক্তি তৈরি হয়েছে। একই সময়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেন, আরব দেশগুলোর মধ্যে কাতারই প্রথম এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সব দেশকেই এ চুক্তিতে যোগ দেয়ার আহ্বান জানান। কাতার ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সৃষ্ট সঙ্কট সমাধানে নিজের প্রথম কূটনৈতিক মিশনে চারদিনের সফরে সোমবার কুয়েত পৌঁছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সঙ্কট সমাধানে আলোচনার জন্য বুধবার সৌদি আরব যান তিনি। সন্ত্রাসবাদে মদদদাতা ঘোষণা করে গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মিসর ও বাহরাইন প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
×