ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারের শীর্ষ পর্যায়ের গোপন তথ্য ফাঁস হচ্ছে

ট্রাম্প প্রশাসনের নতুন উদ্বেগ

প্রকাশিত: ০৫:০২, ১৩ জুলাই ২০১৭

ট্রাম্প প্রশাসনের নতুন উদ্বেগ

রুশ সরকারের প্রতিনিধিত্বকারী এক আইনজীবীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে গোপনে বৈঠক করেছেন, এ খবর প্রকাশের পর বেকায়দায় পড়েছে হোয়াইট হাউস। ট্রাম্প মনে করেন রাশিয়া এখনও তার কাজে নাক গলাচ্ছে। বিষয়টিকে ট্রাম্প প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ‘ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়’ হিসেবে আখ্যায়িত করছেন। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এক রুশ এ্যাটর্নির সঙ্গে সাক্ষাত করেছেন, এ খবর প্রকাশের পর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও এখন একে অন্যের দিকে অবিশ্বাসের সঙ্গে তাকাতে শুরু করেছেন। এএফপি, বিবিসি ও ওয়াশিংটন পোস্ট। হোয়াইট হাউস ও এর বাইরে ট্রাম্পের উপদেষ্টা সূত্রে এ খবর পাওয়া গেছে। গত সপ্তাহে জার্মানির হামবুর্গে জি-২০ শীর্র্ষ সম্মেলনের যোগদান শেষে দেশে ফেরার পর ট্রাম্প এ পর্যন্ত জনসমক্ষে আসেননি। প্রেসিডেন্ট হিসেবে তার কর্মকা-ের ওপর রাশিয়া যে এখনও হস্তক্ষেপ করে যাচ্ছে সে খবর প্রকাশে তিনি মনোক্ষুন্ন হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের শুভাকাক্সক্ষীরা যারা মনে করছেন রুশ এ্যাটর্নির সঙ্গে গোপনে সাক্ষাতের জন্য তাকে আইনী প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না, তারাও ধারণা করছেন, এর ফলে হোয়াইট হাউস এবং বিশেষ করে ট্রাম্প জুনিয়রের জনসংযোগমূলক কাজের অনেক ক্ষতি হয়ে গেছে। কেউ কেউ বিষয়টিকে ‘ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়’ হিসেবে দেখতে শুরু করেছেন। ট্রাম্প প্রশাসনের এক ঘনিষ্ঠ মিত্র সিএনএনকে রুশ-মার্কিন সম্পর্কের জটিলতাসহ পুরো ঘটনাকে ‘হাউস অব কার্ডস’ নামে আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, রাজনীতিকদের দুর্নীতি নিয়ে রচিত ‘হাউস অব কার্ডস’ আমেরিকার একটি জনপ্রিয় টিভি সিরিয়াল। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ বিতর্ক থেকে সযতেœ নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। টানা তিনদিন প্রচেষ্টা চালিয়ে নিউইয়র্ক টাইমস ট্রাম্প জুনিয়রের খবরটি বের করে এনেছে। ধারণা করা হচ্ছে ট্রাম্পের ঘনিষ্ঠ দুয়েকজন খবরটি ফাঁস করেছেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন। হিলারির ভাবমূর্তিতে ধস নামার মতো তথ্য থাকতে পারে ভেবে ওই রাশিয়ার এক সরকারী আইনজীবীর সঙ্গে দেখা করতে সম্মত হয়েছিলেন ট্রাম্প জুনিয়র। মঙ্গলবার প্রকাশিত তার ইমেইলগুলো থেকে এসব কথা জানা গেছে। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, সঙ্গীত রচয়িতা রব গোল্ডস্টোন গত বছর জুনে ট্রাম্প জুনিয়রের সঙ্গে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎস্কায়ার সঙ্গে বৈঠকর আয়োজন করেন। মঙ্গলবার ওই ইমেইলটি টুইটারে প্রকাশ করেন ট্রাম্প জুনিয়র। তবে শেষ পর্যন্ত ওই নারী আইনজীবী ট্রাম্পের ছেলেকে হিলারির বিষয়ে কোন তথ্য দেননি। এ কারণে ওই বৈঠকের কথা তিনি তার পিতাকে অবহিত করেননি বলে জানিয়েছেন। মঙ্গলবার এনবিসি নিউজকে ভেসেলনিৎস্কায়া বলেন, তার কাছে হিলারি সম্পর্কে কখনও কোন গোপন তথ্য ছিল না। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে মস্কো। প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পও একাধিকবার বলেছেন, নির্বাচনে রাশিয়ার সঙ্গে তার শিবিরের কোন যোগসাজশ ছিল না। এ ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন ট্রাম্পের উপদেষ্টারাও। স্ত্রী, মেয়ে ও জামাতার মতো পরিবারের সদস্যরা যেখানে রয়েছেন তার উপদেষ্টাম-লীতে সেখানে এরকম তথ্য ফাঁসের ঘটনায় তারা আসলেই উৎকণ্ঠিত। ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ছয় মাস হতে চলেছে। এরই মধ্যে হোয়াইট হাউসের গোপন তথ্য যেভাবে ফাঁস হয়েছে তাতে আশঙ্কা করা হচ্ছে প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর তথ্যও যে কোন সময় ফাঁস হয়ে যেতে পারে। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, তার ছেলের খবরটি মিডিয়া যেভাবে ফলাও করে প্রচার করেছে তাতে ট্রাম্প হতাশ হয়েছেন। নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টিকে ট্রাম্প বরাবরই ডেমোক্র্যাটদের পরাজয়ের অজুহাত এবং প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালনকে প্রশ্নবিদ্ধ করার ছল হিসেবে দেখে এসেছেন।
×