ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘আসিফের মহাজাগতিক পথচলা’ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার

প্রকাশিত: ০৩:৪০, ১৩ জুলাই ২০১৭

‘আসিফের মহাজাগতিক পথচলা’ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞানভিত্তিক প্রামাণ্যচিত্র ‘আসিফের মহাজাগতিক পথচলা’-র প্রিমিয়ার শো এবং প্রকাশনা উৎসব মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃৃতি বিষয়ক মন্ত্রী এবং কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। আহসান হাবীবের পরিকল্পনায় এবং লেজার ভিশনের পরিবেশনায় প্রামাণ্যচিত্রটি গ্রন্থনা, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং পরিচালনা করেছেন মাহবুবুল আলম তারু। দেশের সাধারণ মানুষকে বিজ্ঞান-মনস্ক করে তোলার লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর ধরে একজন মানুষের নিরন্তর পথচলার সত্য গল্প এই প্রামাণ্যচিত্রে বিধৃত হয়েছে। প্রামাণ্যচিত্রটিতে দেখা যায় বিজ্ঞান-বক্তা আসিফ যিনি ১৯৯২ সাল হতে আজ অবধি বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বিজ্ঞানের আলো পৌঁছে দিচ্ছেন, তবে তা দর্শনীর বিনিময়ে। যা আমাদের সমাজে অকল্পনীয় হলেও আসিফ তা সম্ভব করেছেন। অর্থাৎ বিভিন্ন পেশার মানুষ টাকা দিয়ে টিকেট কেটে আসিফের বিজ্ঞান বক্তৃতা শুনছেন, প্রশ্ন করছেন, উত্তর জেনে নিচ্ছেন; আর উত্তর মনোঃপুত না হলে আবারও প্রশ্ন করছেন। সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে নিয়ে প্রশ্ন করার আগ্রহ জাগাতে পেরেছেন আসিফ। একটি অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছেন আসিফ। সবাইকে অবাক করে দিয়ে দলে দলে মানুষ বিজ্ঞান বিষয়ে জানতে এবং বক্তৃতা শুনতে আসেন। আসিফের বিজ্ঞান বক্তৃতা নিছক কোন পাঠদান কর্মসূচীতে আবদ্ধ থাকে না। বরং বিজ্ঞান হয়ে ওঠে আনন্দ আর আগ্রহের বিষয়, বিশেষ করে তরুণদের কাছে। দীর্ঘ ২৫ বছরের সাধনায় বিজ্ঞান-বক্তা আসিফ আজ ডিসকাশন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে বিজ্ঞানের চারণ কবি হিসেবেই পরিচিতি লাভ করেছেন। ব্যতিক্রমী এই মানুষটির কর্মকা-ের ওপর নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র : ‘আসিফের মহাজাগতিক পথচলা’। এই প্রামাণ্যচিত্রে এক স্বেচ্ছাসেবী বলেন : আমরা খুব শঙ্কিত ছিলাম যে, টিকেট সেল করে বক্তৃতা! এটা কুড়িগ্রামের ইতিহাসে কখনও ঘটেনি এবং বক্তৃতা শোনার জন্য টিকেট নেবে কিনা! এ রকম একটা শঙ্কা আমাদের মধ্যে প্রচ- রকম কাজ করেছিল। কিন্তু বাস্তবে মানুষ এসেছেন এবং দর্শকশ্রোতাদের ভেতর থেকে বলতে শোনা গেছে : এ রকম একটা অনুষ্ঠান কুড়িগ্রামে হবে, আমরা দেখব, এটা কখনোই ভাবতে পারি নাই। খুব ভাল লাগলো আমার। আসিফই সম্ভবত এদেশে একমাত্র পেশাদারি বিজ্ঞান-বক্তা যিনি দর্শনীর বিনিময়ে বক্তৃতা দিয়ে বেড়ান।মাহবুবুল আলম তারুর পরিচালনায় নির্মিত ও প্রকাশিত অন্যান্য প্রামাণ্যচিত্রগুলো হলো ‘প্রিয়ভাষিণী’ (২০০৫) ভাস্কর এবং মুক্তিযোদ্বা ফেরদৌসী প্রিয়ভাষিণীর জীবনের ওপর নির্মিত। ‘ডাঃ জোহরা কাজী’ (২০০৭) বাংলাদেশের প্রথম বাঙালী মুসলিম মহিলা চিকিৎসক জোহরা বেগম কাজীর জীবনের ওপর নির্মিত। ‘নাট্যবিজ্ঞানী সেলিম আল দীন’ (২০০৮) নাট্যাচার্য সেলিম আল দীনের জীবনের ওপর নির্মিত। ‘ভিশনারি এবং মিশনারি জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম’ (২০১০) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের জীবনের ওপর নির্মিত।
×