ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দ আবদুল হালিম খসরু

সজাগ থাকুন সবাই

প্রকাশিত: ০৩:৪০, ১৩ জুলাই ২০১৭

সজাগ থাকুন সবাই

বর্তমানে রাজধানীর মতো সারাদেশের চিকুনগুনিয়ার সঙ্গে পরিচিত এদেশের মানুষ। খুব বেশিদিন নয় নামটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হালকা চালের রসিকতা চললেও এতে আক্রান্তদের ভাষ্যে এই রোগের ভয়াবহতা নাগরিকদের কপালে ভাঁজ ফেলছিল। বিলম্বে হলেও স্বাস্থ্য কর্তৃপক্ষ যে রোগটির আদ্যোপান্ত জানতে এগিয়ে এসেছে, তা স্বস্তিকর। চিকুনগুনিয়া যে ডেঙ্গুর মতো প্রাণঘাতী হয়ে উঠবে না, এ তথ্যই নিশ্চয় স্বস্তি জোগাবে। বিভিন্ন পত্রিকা ও মিডিয়াতে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে যে কর্তৃপক্ষ চিকুনগুনিয়ার বিস্তার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আই ইডিসি আর) এক জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে রাজধানীর অনেক এলাকায় এই রোগটি অধিক ঝুঁকিপূর্ণ এবং বর্তমানে সারাদেশে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমানে এক পরিসংখ্যানে জানা গেছে, ঢাকা শহরে প্রতি ১১ জনের ১ জন এই রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে এই রোগের জন্য কর্র্তৃপক্ষের তরফ থেকে জনসাধারণকে সাবধানতা অবলম্বনের জন্য পরামর্শ দেয়া হচ্ছেÑ যা গোটা দেশের জন্যই প্রযোজ্য। তা ছাড়া সংবাদ মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানিয়েছেন যে, চিকুনগুনিয়ায় কেউ আক্রান্ত হলে প্রায় সাধারণ জ্বরের মতোই শরীরের তাপ নিয়ন্ত্রণে রাখা এবং ঘন ঘন তরল পদার্থ খাওয়া জরুরী। চিকিৎসকের পরামর্শমতে এই রোগ ডেঙ্গু জরের মতোই মশা থেকেই উৎপত্তি। ফলে আমাদের দায়িত্ব হচ্ছে মশার জন্ম হয় ঘরের আশপাশে এবং পানি জমা পাত্রগুলো পরিষ্কার রাখা এবং মশারি বা কয়েল ব্যবহার করে মশার উপদ্রোব থেকে নিজেকে রক্ষা করা। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যে চিকুনগুনিয়ার পরিস্থিতি আরও বিস্তার লাভ করার আগেই মশকনিধন কার্যক্রম জোরদার করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির দায়িত্ব নিতে হবে সরকারী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে। সারাদেশে পাড়া-মহল্লায় এ ব্যাপারে সজাগ থাকার জন্য প্রচারণার ব্যবস্থা করতে হবে। সামাজিক ও সাংস্কিৃতিক সংগঠনগুলোকে এই রোগ প্রতিরোধের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সতর্ক ও দায়িত্বশীল হলে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা, এমনকি নির্মূলও কঠিন বিসয় নয়। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহর গ্রামে-গঞ্জে নালা ও নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা সবার নৈতিক দায়িত্ব। সতর্কতার পাশাপাশি দায়িত্বশীলতা কাম্য। আলমনগর রংপুর থেকে
×