ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যথাযথ শিক্ষার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি রোধ সম্ভব ॥ ঢাবি উপাচার্য

প্রকাশিত: ০৮:২৩, ১২ জুলাই ২০১৭

যথাযথ শিক্ষার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি রোধ সম্ভব ॥ ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ যে কোন সমস্যা নিরসনে শিক্ষার প্রয়োজন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আজকে সারা বিশ্বে জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। যথাযথ শিক্ষার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব, জনসংখ্যাকে সম্পদে পরিণত করা সম্ভব। এর জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা ও পরিবার পরিকল্পনা। তাই দেশের উন্নয়নের জন্য জনসংখ্যাকে কোয়ালিটিসম্পন্ন করে গড়ে তুলতে হবে। মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘পরিবার পরিকল্পনা : জনসংখ্যার ক্ষমতায়ন, জাতির উন্নয়ন‘ শীর্ষক সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, পপুলেশন সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আ ক ম নুরুন নবী ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হক প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।
×