ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে সুন্দরবন রক্ষার দাবিতে আন্দোলনকারী ৪ সংস্কৃতিকর্মীর ওপর হামলা

প্রকাশিত: ০৮:২২, ১২ জুলাই ২০১৭

না’গঞ্জে সুন্দরবন রক্ষার দাবিতে আন্দোলনকারী ৪ সংস্কৃতিকর্মীর ওপর হামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সুন্দরবন রক্ষা ও রামপাল বিদ্যুতকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে আন্দোলনকারী সংস্কৃতিকর্মীদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। সন্ত্রাসীদের হামলায় কবি আরিফ বুলবুলসহ আহত হয়েছেন চার সংস্কৃতিকর্মী। গুরুতর আহত কবি আরিফ বুলবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাটি বিচ্ছিন্ন মারামারি ঘটনা। কবি আরিফ বুলবুলের সঙ্গে অন্য কোন শত্রুতা থাকতে পারে। উনাকে কেউ মারধর করেছে। সুন্দরবন রক্ষার কমিটির অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ঘটনাটি ঘটেছে। এদিকে হামলার প্রতিবাদে আজ বুধবার চাষাঢ়া শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
×