ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে মন্ত্রী

দেশের ৮৭ ভাগ মানুষ নিরাপদ পানি পায়

প্রকাশিত: ০৮:০২, ১২ জুলাই ২০১৭

দেশের ৮৭ ভাগ মানুষ নিরাপদ পানি পায়

সংসদ রিপোর্টার ॥ বর্তমানে বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ জনগণ নিরাপদ পানির সুবিধা আওতাভুক্ত। অবশিষ্ট ১৩ ভাগ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকে। আর বর্তমানে বাংলাদেশে ৯৯ ভাগ জনগণ মৌলিক স্যানিটেশনের আওতাভুক্ত। এর মধ্যে ৬১ ভাগ জনগণ উন্নত ল্যাট্রিন, ২৮ ভাগ জনগণ যৌথ ল্যাট্রিন এবং ১০ ভাগ মানুষ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সরকারদলীয় অপর সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে হকার পেশায় নিয়োজিত ব্যক্তির সঠিক সংখ্যা নিরূপণের জন্য স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন সংস্থার মাধ্যমে কোন জরিপ পরিচালনা করা হয়নি। ফলে দেশে হকারদের সঠিক/আনুমানিক সংখ্যা উল্লেখ করা সম্ভব হবে না। সংসদ সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির ওপর অধিক হারে নির্ভরশীলতার কারণে ইতোমধ্যে ভূগর্ভস্থ পানির স্তর ৩ মিটার হতে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। ফলে শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রায় পৌনে চারশ’ কোটি ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এ প্রকল্পের আওতায় সারাদেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হবে। তাছাড়া পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১৪৩টি পুকুর পুনঃখনন ও ২০০টি পুকুর নতুনভাবে খনন করা হবে।
×