ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৭:০৭, ১২ জুলাই ২০১৭

বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বেতনভাতা ও লভ্যাংশ বন্টন-দ্বন্দ্বে অস্ট্রেলিয়া ক্রিকেট এখন উত্তাল সময় পার করছে। দেশটির খেলোয়ড়রা কেন্দ্রীয় চুক্তিতে সই করেনি। বাতিল হয়ে গেছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলতে কুলিন অসিদের বাংলাদেশে আসার কথা। সেটি নিয়েও বড় রকমের শঙ্কা তৈরি হয়েছে। তবে আশার বাণী শোনালেন খোদ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পরিচালক মার্ক টেলর, ‘আমি এখনও আশাবাদী বাংলাদেশ সফরটি হবে। হবে এ্যাশেজও। তা নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস দুইপক্ষই ভাবছে।’ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন তিনি। সমঝোতার জন্য উভয়পক্ষকে ছাড় দিতে হবে বলেও মনে করেন সাবেক অধিনায়ক, ‘বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে যে সঙ্কট চলছে এর একটা সমাধান খুব দ্রুতই হবে বলে আশা করছি। এ জন্য দুইপক্ষকেই কিছুটা নমনীয় হতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি এখনও আত্মবিশ্বাসী যে এ্যাশেজ সিরিজও যথাসময়ে হবে। এমনকি কিছু টেস্টও হবে। আমি এ নিয়ে কাজ করছি। আর অনুমানও করছি দুইপক্ষই এ নিয়ে কাজ করছে। ইতোমধ্যেই আমাদের ক্ষতি হয়ে গেছে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরটিও বাতিল হয়েছে।’ দ্বন্দ্বের মাঝে এই প্রথম বোর্ডের পক্ষ থেকে শীর্ষ স্থানীয় কোন পরিচালক জনসম্মুখে কথা বললেন। স্থানীয় একটি চ্যানেলকে তিনি বলেন, ‘আমার মনে হয় দুইপক্ষেরই সমঝোতায় যেতে হলে নমনীয় হতে হবে। কোন কিছু দিতে মনস্থির হলে তা নেয়ার জন্য মন থাকতে হবে। তবে আমরা আশা করছি আমরা খুব কাছেই আছি। আশা করছি নিষ্পত্তির একটি ফল শীঘ্রই পাব। জানি না কখন, তবে দুইপক্ষই এ নিয়ে কঠোর পরিশ্রম করছে।’ পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আগামী ১৮ আগস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা। ঢাকা ও চট্টগ্রামে তাদের দুটি টেস্ট। ২২ থেকে ২৪ আগস্ট ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। ২৭-৩১ আগস্ট মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট। গত মাসে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ। নতুন চুক্তিপত্রে ক্রিকেটারদের বেতন কিছুটা বাড়ানো হলেও বাদ দেয়া হয়েছে লভ্যাংশ ভাগাভাগির বিষয়টি। আর এটা নিয়েই দ্বন্দ্বে জড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সংগঠন ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (এসিএ)। টেলর যেভাবে ভাবছেন, পরিস্থিতি আসলে অতটা সহজ নয়। দু’দিন আগে অধিনায়ক স্টিভেন স্মিথ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দাবির প্রশ্নে এতটুকু ছাড় নয়, কারণ ক্রিকেটই তাদের রুটি-রুজি।’ উল্লেখ্য, বর্তমান খেলোয়াড়দের হয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। অধিনায়ক স্মিথ তাতে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
×