ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিয়াল ছেড়ে বেয়ার্নে রড্রিগুয়েজ

প্রকাশিত: ০৭:০৭, ১২ জুলাই ২০১৭

রিয়াল ছেড়ে বেয়ার্নে রড্রিগুয়েজ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকা জেমস রড্রিগুয়েজ। বিশ্বকাপে কলম্বিয়ান এই তারকার উদ্ভাসিত নৈপুণ্যের পর তাকে দলভুক্ত করে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। এরপর সময়টা ভালই যাচ্ছিল। কিন্তু গ্যালাক্টিকোদের কোচ পদে জিনেদিন জিদান আসার পর থেকেই কপাল পোড়ে রড্রিগুয়েজের। সাইড বেঞ্চেই বেশিরভাগ সময় বসে থাকতে হয়। যে কারণে গত মৌসুমে জোর গুঞ্জন ছিল রিয়াল ছাড়বেন কলম্বিয়ান তারকা। অবশেষে ২০১৭-১৮ মৌসুম শুরুর আগে মধ্যবর্তী দলবদলে গুঞ্জনটা সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদ ছাড়লেন ২৫ বছর বয়সী এই এ্যাটাকিং মিডফিল্ডার। তার নতুন ক্লাব জার্মান পরাশক্তি বেয়ার্ন মিউনিখ। অবশ্য বাভারিয়ান শিবিরে রড্রিগুয়েজ গেছেন ধারে। বেয়ার্ন মিউনিখ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। রড্রিগুয়েজকে দলে ভিড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেয়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমিনেগে। এদিকে আর্সেনাল ছাড়ার গুঞ্জন ছিল চিলিয়ান তারকা এ্যালেক্সিস সানচেজের। কিন্তু সেটা আপাতত হচ্ছে না। দলটির কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়ে দিয়েছেন, কোথাও যাচ্ছেন না সানচেজ। দলবদলের বাজারে চেলসি থেকে ইংল্যান্ড অনুর্ধ-২০ বিশ্বকাপ ফুটবল দলের স্ট্রাইকার ডোমিনিক সোলাঙ্কিকে দলভুক্ত করেছে লিভারপুল। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মাসে অনুষ্ঠিত অনুর্ধ-২০ বিশ্বকাপে চার গোল করেন। বয়সভিত্তিক এ বিশ্ব আসরের ফাইনালে ভেনিজুয়েলাকে হারিয়ে শিরোপা জয় করে ইংল্যান্ড। জাতীয় দলের ১৯৬৬ বিশ্বকাপ শিরোপার পর এটিই ইংলিশদের বিশ্ব আসরে প্রথম কোন শিরোপা। দ্য রেডস শিবিরে আসার পর সোলাঙ্কি বলেন, এখানে সবাই ইতোমধ্যে আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। যা দেখে আমি বিস্ময় বোধ করছি। এমনকি প্রশিক্ষণে আমাকে মধ্যমণি করে রেখেছে। আশা করছি অচিরেই আমি সেরা একাদশে ঠাঁই পাব এবং নতুন ইতিহাস রচনা করতে পারব।
×