ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতের নতুন কোচ রবি শাস্ত্রী!

প্রকাশিত: ০৭:০৬, ১২ জুলাই ২০১৭

 ভারতের নতুন কোচ রবি শাস্ত্রী!

স্পোর্টস রিপোর্টার ॥ সকল জল্পনার অবসান ঘটিয়ে রবি শাস্ত্রীকে ভারত জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অনেকটা তড়িঘড়ি করে শাস্ত্রীকে বিরাট কোহলিদের পরিচর্যার দয়িত্ব দিল শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণদের কোচ বাছাই কমিটি (সিএসি)। অবশ্য মঙ্গলবার এ রিপোর্ট লেখার সময় ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দেশটির বেশিরভাগ সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। এমনকি বিসিসিআই সেক্রেটারি অমিতাভ চৌধুরীও তাৎক্ষণিক এক টুইট বার্তায় উল্লেখ করেন, ‘কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত নয়। এখনও আলোচনা চলছে।’ কথা ছিল অধিনায়ক বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরলে সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। শাস্ত্রীর অবশ্য কোহলিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আগে থেকেই ছিল। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সালের বাংলাদেশ সফরে ছিলেন দলের ম্যানেজারও। আগেরদিনও সংবাদ সম্মেলনে শচীন, লক্ষণ ও সৌরভের উপদেষ্টা পরিষদ জানিয়েছিল, কোহলির সঙ্গে কথা বলেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শোনা যাচ্ছিল, কোচ হওয়ার দৌড়ে বীরেন্দর শেবাগও পিছিয়ে নেই। কিন্তু মঙ্গলবার সকালেই আবার জানা যায় উপদেষ্টা পরিষদকে কোচ নির্বাচন করার জন্য এদিন বিকেল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সুপ্রীমকোর্টের পক্ষ থেকে নিয়োগ করা ক্রিকেট প্রশাসন। তখনই উল্টে যায় সবকিছু। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ক্রিকেট নেক্সট ডট.কমকে নিশ্চিত করে বলেন, ‘কোচের নামটা আগে থেকেই এক রকম চূড়ান্ত ছিল। আবেদন করার সময়ই শাস্ত্রী এই নিশ্চয়তা পেয়েছিলেন, তিনি কোচ হতে যাচ্ছেন। তারপরও কোহলির কাছ থেকে চূড়ান্ত সবুজ সঙ্কেতের দরকার ছিল। কিন্তু আদালতের নির্দেশে সেই ঘোষণা আগেই এসে গেছে।’ দারুণ সাফল্য সত্ত্বেও অধিনায়ক কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সম্প্রতি কোচের পদ থেকে পদত্যাগ করেন অনিল কুম্বলে। উল্লেখ্য, ভারত জাতীয় দলের কোচ পদের জন্য এক ডজন আবেদন জমা পড়েছিল। শচীন-সৌরভদের কমিটি সেখান থেকে বিরেন্দর শেবাগ, রবি শাস্ত্রী, লালচাঁদ রাজপুত, রিচার্ড পাইবাস ও টম মুডির ইন্টারভিউ নিয়েছে। আবেদনকৃত হাইপ্রোফাইলদের মধ্যে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন ওয়েস্ট ইন্ডিয়ান ফিল সিমন্স। আগেরদিন সৌরভ ও লক্ষণ সশরীরে ইন্টারভিউ নিতে উপস্থিত থাকলেও শচীন লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যোগ দেন। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর সৌরভ বলেছিলেন, আগামী দু’বছরের কথা তারা মাথায় রেখেছেন এবং ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভাল কিসে হবে তা বিবেচনা করেই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সাবেক অধিনায়ক বলেন, ‘ইন্টারভিউর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সমস্ত প্রার্থীর প্রেজেন্টেশন ছিল অসাধারণ। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই কোচ নির্বাচন করা হবে।’ সৌরভ তখন আরও যোগ করেন, ‘সংশ্লিষ্ট সবার সহমতের ভিত্তিতেই নয়া কোচের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে কোহলির সঙ্গে আলোচনা করেছিল সৌরভদের কমিটি। কোহলির মতামত প্রসঙ্গে সাবেক তারকা বলেন, ‘ওটা একেবারেই ভিন্ন প্রসঙ্গ।’ তিনি বলেছেন, কোচ বাছাই হওয়ার পর সিএসি’র কোন ভূমিকা থাকছে না। তবে সৌরভের আশাবাদ, আসন্ন শ্রীলঙ্কা সফরের (২৬ জুলাই প্রথম টেস্ট) আগেই নয়া কোচ নির্বাচন হয়ে যাবে। কিন্তু সর্বোচ্চ আদালতের চাপে শেষ মুহূর্তের নাটকীয়তার অবসান ঘটে। শাস্ত্রীকেই বেছে নেয় মোড়ল দেশটি। নাটকীয়তার মূলে ছিল কোহলি প্রসঙ্গই। আরেকটি সূত্রের উল্লেখ করে স্থানীয় মিডিয়ার সংবাদে বলা হয়েছিল, অধিনায়ক ও ক্রিকেটারদের অতিভক্তি শাস্ত্রীর কপাল পোড়াতে পারে। সেক্ষেত্রে আরেক সাবেক তারকা শেবাগের সম্ভাবনা যথেষ্ট। সৌরভের বার্তা ছিল, ‘কোচ কিভাবে কাজ করেন সেটা বিরাটকেও বুঝতে হবে।’ কিন্তু শেষ পর্যন্ত শাস্ত্রী-কোহলি জুটিতে নাটকের সমাপ্তি ঘটল।
×