ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হারে অভিষেক অস্ট্রেলিয়ান ফুটবল কোচ অর্ডের

প্রকাশিত: ০৭:০৫, ১২ জুলাই ২০১৭

হারে অভিষেক অস্ট্রেলিয়ান ফুটবল কোচ অর্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ অভিষেকটা সুখকর হলো না এ্যান্ড্রু অর্ডের। হার দিয়ে শুরু করলেন বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবলের এই অস্ট্রেলিয়ান কোচ। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ০-১ গোলে স্বাগতিক নেপাল অ-২৩ জাতীয় ফুটবল দলের কাছে হারে বাংলাদেশের যুবারা। এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মূল লড়াইয়ে নামার আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটি হবে ১৩ জুলাই দোহায় কাতার অনুর্ধ-২৩ দলের বিপক্ষে। ‘এএএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের পরীক্ষায় এ মাসেই অংশ নেবে তারা (‘ই’ গ্রুপে আরও আছে জর্দান, তাজিকিস্তান এবং স্বাগতিক ফিলিস্তিন। তাদের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ১৯, ২১ এবং ২৩ জুলাই)। এই আসরের প্রস্তুতি হিসেবেই মঙ্গলবার মাঠে নেমেছিল অর্ডের শিষ্যরা। ভুটানের কাছে লজ্জাজনক হারের পর যে কোন লেভেলে বাংলাদেশের কোন জাতীয় দলের এটাই ছিল প্রথম ম্যাচ। যাতে হেরে হতাশাই উপহার দিল হেমন্তরা। ম্যাচ জয়ের প্রত্যাশা থাকলেও প্রথমার্ধেই এক গোলে পিছিয়ে পড়ে তারা। যা পরে আপ্রাণ চেষ্টাতেও আর শোধ করতে পারেনি। পুরো খেলায় বাংলাদেশ মোটামুটি ভাল খেলেছে। গোলের একাধিক সুযোগও পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কাজে লাগাতে না পারায় হারের স্বাদ পেতে হয়। ১৯ মিনিটে অঞ্জন বিসতার দুর্দান্ত এক পাসে বল পেয়ে সুযোগ কাজে লাগান বিমল গাত্রি মাগার (১-০)। ৩৪ মিনিটে অঞ্জন বিসতার ফাউলে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি লাল-সবুজরা। ৪০ মিনিটে বাংলাদেশের আব্দুল্লাহর শট বক্স থেকে ক্লিয়ার করেন অমিত তামাং। প্রথমার্ধের ইনজুরি টাইমে নেপালের অঞ্জনের শট (৪৫+২ মিনিটে) বার ঘেঁষে চলে যায় বাইরে। ৫২ মিনিটে ফ্রি কিক পায় বাংলাদেশ। বক্সের কোণা থেকে জাফর ইকবালের ফ্রি কিক নেপালের রক্ষণ দেয়ালে লেগে গতিপথ বদলে চলে যায় পোস্টের কাছে। তবে বল দক্ষতার সঙ্গেই সরিয়ে দিতে সক্ষম হয় নেপালের রক্ষণভাগ। ৫৪ মিনিটে মাঠের ডানপ্রান্তে জাফর ইকবালকে ফেলে দেন নেপালের এক ফুটবলার। ফ্রি কিক পায় বাংলাদেশ। মিডফিল্ডার সোহেল রানার ফ্রি কিক পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। ৫৮ মিনিটে নেপালের একটি ফ্রি কিক থেকে গোলের চেষ্টা করেছিলেন হিমেন গৌরাঙ্গ। তবে গোলরক্ষক নাঈমের দৃঢ়তায় তা আর হয়নি। ৬৪ মিনিটে ফ্রি কিক করেন নেপালের সুনীল। কর্নারের বিনিময়ে গোল হওয়া থেকে বাংলাদেশকে রক্ষা করেন এক ডিফেন্ডার। ইনজুরি টাইমে রক্ষণের ভুলে গোল হজম করতে যাচ্ছিল বাংলাদেশ। বল ক্লিয়ার করতে গিয়ে নেপালের বিশ্বাস শ্রেষ্ঠর পায়ে বল ঠেলে দেন বাংলাদেশী এক ডিফেন্ডার। কিন্তু তা কাজে লাগাতে পারেননি নেপালী এই ফুটবলার।
×