ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোথায় হারালেন বাউচার্ড?

প্রকাশিত: ০৬:৫২, ১২ জুলাই ২০১৭

কোথায় হারালেন বাউচার্ড?

মাহিয়ান দ্বীপ ॥ টেনিস বিশ্বে গত কয়েক মৌসুম ধরে রাজত্ব করছেন সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা কিংবা পেত্রা কেভিতোভার মতো তারকারা। এর মধ্যেই হঠাৎ করে প্রাদপ্রদীপের আলোয় ইউজেনি বাউচার্ড। ২০১৪ সালের কথা। মৌসুমের প্রথম দুই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন তরুণ প্রতিভাবান এই টেনিস তারকা। কানাডার প্রথম খেলোয়াড় হিসেবে সে বছর উইম্বলডনেরও ফাইনালেও জায়গা করে নেন বাউচার্ড। টেনিস কোর্টে যেমন তেমনি মডেলিংয়েও আলাদা করে নজর কাড়েন তিনি। কিন্তু হায়! পারফর্মেন্সের সেই ধারাবাহিকতার ছিটেফোঁটাও ধরে রাখতে পারেননি এই কানাডিয়ান। যে চমক নিয়ে টেনিস কোর্টে আলো ছড়াতে শুরু করেন পরের দুই মৌসুমে আর সেই বাউচার্ডকে যেন খুঁজেই পাওয়া যায়নি। চলতি বছরের প্রথম তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট শেষ। কিন্তু বাউচার্ড যেন নিজেকে হারিয়েই খুঁজছেন। গত মাসে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর চলমান উইম্বলডনেও একই চিত্রনাট্য। প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর কাছে তিনি ১-৬, ৬-১ এবং ৬-১ সেটে হার মানেন ইউজেনি বাউচার্ড। ২০১৪ সালটা দারুণ কাটে বাউচার্ডের। মেজর কোন শিরোপা জিততে পারেননি সেবার। কিন্তু তারপরও তরুণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পুরো মৌসুম জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সেই মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফানালে উঠেন তিনি। চীনার লি নার কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চার থেকে বিদায় নেন পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই টেনিস তারকা। ধারাবাহিক পারফর্মেন্সের সৌজন্যে ফ্রেঞ্চ ওপেনেও শেষ চারের টিকিট নিশ্চিত করেন বাউচার্ড। এবার থাকে থামিয়ে দেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা। তারপরও দমে যাননি তিনি। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বল্ডনে নিজেকে আরও একধাপ এগিয়ে নেন প্রতিভাবান এই তারকা। প্রথম কানাডিয়ান খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠার বিস্ময়কর কীর্তিও গড়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য। শিরোপা জয়ের লড়াইয়ে সেবার চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে পরাজয় মানেন বাউচার্ড। মৌসুমের প্রথম তিন মেজর টুর্নামেন্টের তিনটিতেই ব্যর্থ। তারপরও বিশ্ব টেনিসকে চমকে দিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ জায়গা করে নেন তিনি। তবে তিন বছর আগে দুর্দান্ত শুরুর সেই চমক খুব বেশিদিন ধরে রাখতে পারেননি এই কানাডিয়ান। টেনিস কোর্টে গত তিনটি বছর তো একেবারেই বাজেভাবে কেটেছে তার। মেজর কোন টুর্নামেন্টেই নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। যে কারণেই শীর্ষ পাঁচ তো দূরের কথা! বর্তমানে বিশ্বের শীর্ষ পঞ্চাশে খুঁজে পাওয়া যায়নি তার নাম। এই মুহূর্তে টেনিস র‌্যাঙ্কিংয়ের ৫৭তম স্থানে রয়েছেন বাউচার্ড। শুধু টেনিস কোর্টে নয়, ক্যারিয়ারের শুরুতে মডেল হিসেবেও দ্যুতি ছড়ান তিনি। তার খেলার কৌশল, অসাধারণ ব্যক্তিত্ব ও সুন্দর মুখ অবয়বের জন্য মডেলিংয়েও নাম করেন বাউচার্ড। কিন্তু কানাডিয়ান এই গ্ল্যামারগার্ল টেনিস কোর্টে নিষ্প্রভ থাকার কারণে মডেলিং থেকেও যেন আড়ালে হারিয়ে গেলেন। তবে গত কয়েক মাস আগে আবারও আলোচনায় উঠে আসেন তিনি। এবার অবশ্য পারফর্মেন্সে নয় বরং শারাপোভার বিরুদ্ধে মন্তব্য করে। দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা শেষে এপ্রিলে স্টুটগার্ট ওপেন দিয়ে কোর্টে ফিরেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল শারাপোভা। কিন্তু সেই টুর্নামেন্টেই দুর্দান্তভাবে ফেরা রাশিয়ান সুন্দরীকে সরাসরি প্রতারক বলে মন্তব্য করেন এই কানাডিয়ান। সাবেক উইম্বলডন ফাইনালিস্ট দাবি তুলেন, শারাপোভাকে টেনিসে ফিরতেই দেওয়াই উচিত হয়নি। পাঁচবারের গ্র্যান্ডসøাম জয়ী শারাপোভাকে ২০১৬ সালে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার দায়ে দুই বছরের জন্য টেনিস কোর্টে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। কিন্তু গত অক্টোবরে কোর্ট অব অরব্রির্টেশন রায় দেয় যে শারাপোভার এই ডোপ কেলেঙ্কারি আন্তর্জাতিকমানের ছিল না। এই রায়ের ফলে নিষেধাজ্ঞার সাত মাস আগেই ওয়াইল্ডকার্ড নিয়ে পোরশে ওপেন দিয়ে টেনিসে ফিরেন শারাপোভা। কিন্তু এই রাশিয়ান সুন্দরীর এই ফেরা সহজে মানতে পারেননি ইউজেনি বাউচার্ড। তার মতে এভাবে শারাপোভাকে ফিরিয়ে অবিচার করা হয়েছে।
×