ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে নিজের ফাঁদে জীবন গেল দু’সন্তানের জনকের

প্রকাশিত: ০৬:৪৯, ১২ জুলাই ২০১৭

কুড়িগ্রামে নিজের ফাঁদে জীবন গেল দু’সন্তানের জনকের

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ চিলমারী উপজেলায় বিদ্যুতস্পৃষ্টে দুই সন্তানের জনক আলাউদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। উপজেলার সবুজপাড়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। চিলমারী উপজেলার সবুজপাড়ার আলাউদ্দিন তার শয়নকক্ষে দুদিন আগে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করেন। মঙ্গলবার দুপুরের দিকে মাচা থেকে ধান নামাতে উঠলে সেই বৈদ্যুতিক ফাঁদের তারে বিদ্যুতস্পৃষ্ট হন। ফরিদপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, সদরপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ শফিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে প্রতিবেশী সৌদি প্রবাসী মোঃ সিরাজ শেখের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। মোঃ শফিক সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের রামনগর তালতলা গ্রামের মৃত মফিজদ্দিনের ছেলে। তিনি বিবাহিত এবং চার ছেলে ও দুই মেয়ের বাবা। এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার দুপুরে গোখাদ্য সংগ্রহ করে ফসলিক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন শফিক। তাকে দ্রুত পাশের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। করিমগঞ্জে তরুণ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ জুলাই ॥ করিমগঞ্জে পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সে পেশায় মুচি কারিগর ছিল। মঙ্গলবার দুপুরে উপজেলার গুনধর মরিচখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মরিচখালি বাজার এলাকার রূপলালের ছেলে রাজন দুপুরে বাজারের কৃষি ব্যাংকের তিনতলা ভবনের ছাদে ওঠে। এ সময় সে ছাদের ওপর দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কৃষক হত্যার দায়ে একজনের মৃত্যুদ- সংবাদদাতা, মেহেরপুর, ১১ জুলাই ॥ গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কৃষক সেকেন্দার আলী হত্যা মামলার প্রধান আসামি জুব্বার আলীর মৃত্যুদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ টিএম মুসা হত্যা মামলার রায় ঘোষণা করেন।টেলিভিশন চুরি ঘটনার বিরোধের জেরে ২০০৩ সালের ৬ জুলাই সন্ধ্যায় গ্রামের সড়কে সেকেন্দার আলীকে পিটিয়ে হত্যা করেছিল জুব্বার। সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, পুলিশের বাবুর্চি সাত্তার হত্যা মামলায় মনিরুল ইসলাম বাবু নামের এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদ-াদেশ প্রদান করা হয়েছে। দ-প্রাপ্ত মনিরুল ইসলাম বাবু জেলার কামারখন্দ উপজেলার চর নুরনগর গ্রামের সোহরাব আলী শেখের ছেলে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় প্রদান করেন। উল্লেখ্য, উল্লাপাড়া উপজেলার উলিপুর গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৪৮) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বাবুর্চি পদে কর্মরত ছিলেন। ২০১২ সালের ৬ ডিসেম্বর রেশন ও বেতনসহ রাজশাহী থেকে রাতে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাই বাজার মনিরুল ইসলাম বাবুর সঙ্গে দেখা হবার পর সে নিখোঁজ হয়। মীরসরাই ট্র্যাজেডি দিবসে নিহতদের স্মরণ সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১১ জুলাই ॥ ২০১১ সালে ১১ জুলাই ট্রাক উল্টে খাদে পড়ে চিরবিদায় ঘটে ৪৫ তাজা প্রাণের। সেই ট্র্যাজেডির ৬ বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। মায়ানী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আজম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজের ভিসি প্রফেসর ড. ইসমাইল খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ প্রমুখ। কর্মসূচীর মধ্যে ছিল ৮টায় ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বনে বিশেষ দোয়া ও প্রার্থনা, সকাল ৯টায় কালোব্যাজ ধারণ ১০টায় শোক র‌্যালি, সাড়ে ১০টায় আবেগ থেকে অস্তিমে গিয়ে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টা থেকে স্মৃতিচারণ ও আলোচনা সভা। দুপুর ১২টায় জেয়াফত।
×