ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে পুলিশের গুলিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০৬:৪৮, ১২ জুলাই ২০১৭

ঝালকাঠিতে পুলিশের গুলিতে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১১ জুলাই ॥ সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে পুলিশের গুলিতে ডাকাত নাজমুল হাওলাদার নিহত হয়েছে এবং ডাকাতের গুলিতে ঝালকাঠি থানার পুলিশ পরিদর্শক তদন্ত এবিএফ ফারুক আলম, এএসআই মেহেদী ও এএসআই বাপ্পি কুমার দে আহত হয়েছে। পুলিশ নাজমুল হাওলাদারের হেফাজত থেকে একটি দেশি তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। নাজমুল হাওলাদার বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার চিংরাখালী গ্রামে হান্নান শেখের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টার সময় টহলরত পুলিশ এই এলাকায় পাহারা চলাকালে ৭-৮ জনের একটি ডাকাত দল ছত্রকান্দা ব্রিজের পাশে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশের ওপর আক্রমণ করে এবং উভয় পক্ষের পাল্টা-পাল্টি গোলাগুলির মধ্যে অন্য ডাকাতরা পালিয়ে যেতে পারলেও ঘটনাস্থলে নাজমুল হাওলাদারকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং সদর হাসপাতালে আনা হলে ডাঃ মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ময়ফল বেগম নামের এক মহিলা মেম্বারের দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লা বাজার সড়কের চাঁদাবাজির প্রতিবাদে ৩ দিন যাবত দেড় শতাধিক সিএনজি বন্ধ। প্রতিকার চেয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে সিএনজি মালিক ও চালকরা। মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর হতে কেরানীগঞ্জের পোস্তাগোল ব্রিজ পর্যন্ত চলাচলরত সিএনজি চালকরা মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা সিরাজদিখান উপজেলার বালুরচর চৌরাস্তায় এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। এ সময় বালুরচর চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে সিএনজি মালিক, চালক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আবরোধের পলে এ রুটে চলাচলকারী অন্যান্য যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এ ব্যাপারে ইউপি সদস্য ময়ফল বেগম জানান, সিএনজি রাখার জায়গা ভাড়া, লাইনম্যান ও টহল পুলিশের জন্য খরচ দিতে হয়। এই খরচ না দিলে এই রুটে সিরাজদিখানের কোন সিএনজি চলতে দেয়া হবে না। মুন্সীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলা প্রশাসন, বন অধিদফতর ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৭ দিনব্যাপী ফল ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপত্বিতে উপজেলা কৃষি অফিসার জগদীশ চন্দ্রদেবনাথের সঞ্চালনায় এ সময় এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতর ড. আব্দুল মুঈদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ হোসাইন মুহম্মদ নিষাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই-সিটি) হারুন অর রশিদ প্রমুখ। দরিদ্র জেলেদের জাল বিতরণ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গ্রামর্দন ও বোয়ালিয়া গ্রামের ৩২টি দরিদ্র জেলে পরিবারের মাঝে মঙ্গলবার ইলিশ ধরার সুতার জাল বিতরণ করা হয়েছে। ‘ইকোফিশ’ প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেক, আন্তর্জাতিক দাতাসংস্থা ইউএসআইডির আর্থিক সহায়তায় মৎস্য অধিদফতর ও ওয়ার্ল্ডফিশের কারিগরি সহায়তায় দরিদ্র জেলেদের জীবনমান উন্নয়নে এ সমস্ত জাল বিতরণ করে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেকের প্রকল্প সমন্বয়কারী আল মামুন তালুকদার, ফিল্ড মবিলাইজার রোজিনা আক্তার এবং ওয়ার্ল্ডফিশের গবেষণা সহকারী মীর মোহাম্মদ আলী প্রমুখ।
×