ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় আচার খেয়ে ১৫ স্কুলছাত্র অসুস্থ

প্রকাশিত: ০৬:৪৭, ১২ জুলাই ২০১৭

নেত্রকোনায় আচার খেয়ে ১৫ স্কুলছাত্র অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ জুলাই ॥ সদর উপজেলার চল্লিশা বামনমোহা গ্রামে অবস্থিত ছদ্দু মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে দোকানের আচার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ১০ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা হচ্ছেÑ চতুর্থ শ্রেণীর সনিয়া আক্তার ও মণি আক্তার, তৃতীয় শ্রেণীর ইয়ামিন হোসেন, সিফাত মিয়া, দুর্জয় (৯), নভেল মিয়া, শামিম আহম্মেদ, সুবর্ণা আক্তার, রিমা আক্তার ও শরিফা আক্তার। ওই বিদ্যালয়ের শিক্ষক ও অসুস্থ শিশুদের অভিভাবকরা জানান, বেলা ১২টার দিকে দ্বিতীয় শিফটের ক্লাস শুরুর আগে শিশুরা বিদ্যালয়ের পাশের দোকানি বাবুল হকের দোকান থেকে দুই টাকা দামের বার্মিজ বড়ইয়ের আচার কিনে খায়। পরে তারা নিজ নিজ শ্রেণীকক্ষে ঢুকে। একটু পরে শিক্ষক ক্লাস নিতে গেলে কয়েক শিক্ষার্থী জানায়, তাদের শরীর খারাপ লাগছে। মাথা ঝিমঝিম করছে। কিছুক্ষণের মধ্যেই একের পর একজন জ্ঞান হারাতে থাকে। প্রথমে শিক্ষক ও শিক্ষার্থীরা অসুস্থ শিশুদের মাথায় পানি ঢালতে থাকেন। পরে অভিভাবক ও এলাকাবাসীদের জানানো হলে তাদের সহযোগিতায় শিশুদের হাসপাতালে আনা হয়। বিকেল চারটার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, মহিলা ওয়ার্ডের মেঝেতে কয়েকজন সেবিকা অসুস্থ শিশুদের চিকিৎসা দিচ্ছেন। এ সময় কোন চিকিৎসক কাছে না থাকায় শিশুদের অভিভাবক ও শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করছেন। অসুস্থ সনিয়ার বাবা শহিদ মিয়া ও মণি আক্তারের বাবা রফিকুল মিয়া জানান, ‘চার ঘণ্টার বেশি সময় ধরে বাচ্চাগুলো অজ্ঞান হয়ে আছে। কিন্তু কোন শিশু বিশেষজ্ঞ এখনও আসেননি’। তবে কর্তব্যরত সেবিকারা জানান, ‘জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছেন। জরুরী বিভাগের চিকিৎসক আল মামুন বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় এই শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। ভয়ের কারণ নেই।’
×