ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় বাসচাপায় শ্যালিকা দুলাভাই নিহত

প্রকাশিত: ০৬:৪৬, ১২ জুলাই ২০১৭

মাগুরায় বাসচাপায় শ্যালিকা দুলাভাই নিহত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ জুলাই ॥ মঙ্গলবার বেলা ১১টার দিকে মাগুরা-যশোর ভায়া খাজুরা আড়পাড়া সড়কের শালিখার উপজেলা সদর আড়পাড়া ডিগ্রী কলেজের সামনে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী দুলাভাই আতিক মুন্সী (৩০) ও শালিকা সাথী (১৭) নিহত হয়েছে। নিহত আতিক মুন্সী শালিখা উপজেলার নাঘোষা গ্রামের শরিফুল মুন্সীর ছেলে এবং সাথী যশোর জেলার বাঘারপাড়ার কবীর হোসেনের মেয়ে। বিক্ষুব্ধ এলাকাবসী এ সময় সড়ক অবরোধ করে। খবর পেয়ে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে আবার যান চলাচল শুরু হয় । পুলিশ জানায়, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া খাজুরা সড়কের শালিখার আড়পাড়া ডিগ্রী কলেজের সামনে যশোরগামী মোটরসাইকেলকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে আরোহী শ্যালিকা-দুলাভাই দুজন ঘটনাস্থলে নিহত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুলাভাই-শ্যালিকাকে নিয়ে মাগুরার নাঘোষা গ্রাম থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যশোরের বাঘারপাড়ায় যাচ্ছিল। নোয়াখালীতে নারী পথচারী নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী থেকে জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় রাবেয়া খাতুন (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সুরেরগো পুল এলাকায় সোনাপুরগামী একটি লোকাল বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফরাজি বাড়ির মোঃ ইউসুফের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মেয়েকে গাড়িতে তুলে দিতে আসেন রাবেয়া। মেয়েকে চট্টগ্রামের একটি গাড়িতে তুলে দিয়ে সড়কের একপাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় ফেনী থেকে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী সুগন্ধা বাসটি অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশুলিয়ায় বাস নদীতে, আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নদীতে পড়ে গিয়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে টঙ্গী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া থানাধীন ‘মরাগাং’ এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, কুড়িগ্রাম থেকে ‘আহসান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার মহাখালী যাওয়ার পথে ‘মরাগাং’ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে যায়।
×