ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপহরণের এক মাস পর ২ কিশোরী উদ্ধার

প্রকাশিত: ০৬:৪৬, ১২ জুলাই ২০১৭

অপহরণের এক মাস পর ২ কিশোরী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ জুলাই ॥ লতাচাপলী ইউনিয়নের খাজুরা থেকে অপহৃত দুই কিশোরী মাকসুদা (১২) ও রেশমাকে (১২) এক মাস পরে বরগুনার আমতলী লঞ্চঘাট থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ লতাচাপলী ইউনিয়নের (১, ২, ৩) সংরক্ষিত আসনের মহিলা মেম্বার রাহিমা আক্তার রুপার স্বামী যুবদল নেতা আক্কাস হাওলাদারকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে মহিপুর থানা পুলিশ অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করে এবং আক্কাস হাওলাদারকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সোমবার ঢাকা থেকে অপহৃত দুই কিশোরীকে সঙ্গে নিয়ে অপহরণ মামলার প্রধান আসামি সালাম হাওলাদার ও আক্কাস হাওলাদার আমতলীগামী দোতলা লঞ্চে আসছিল। মঙ্গলবার সকালে লঞ্চঘাট থেকে পুলিশ দুই কিশোরীকে উদ্ধার করে এবং আক্কাস হাওলাদারকে গ্রেফতার করে। কিন্তু আঃ সালাম পালিয়ে যায়। উল্লেখ্য, খাজুরা আবাসন পল্লী থেকে মজিবর গাজীর মেয়ে মাকসুদা ও একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে রেশমা এ বছরের ১২ জুন অপহরণের শিকার হয়। মাকসুদার মা রেহেনা বেগম ও রেশমার মা ফুলবানু একই এলাকার আঃ সালাম হাওলাদারকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পটুয়াখালী নারী শিশু আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। সেলাই মেশিন প্রদান নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ জুলাই ॥ অসহায় দরিদ্র ১৪ পরিবারকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষিত এসব পরিবারের মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা পরিষদের উদ্যোগে এডিবির অর্থায়নে এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম সাদিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে টেকসই উন্নয়নের ধারা বজায় রাখতে এসব দরিদ্র মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়। সাত দিনব্যাপী বৃক্ষমেলা নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১১ জুলাই ॥ ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে’ এ সেøাগানে লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী শুরু হয়েছে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে জেলা কালেক্টরেট ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক হুমায়রা বেগম। বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে উদ্বোধনী ও বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক ড. সফিক উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×