ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:৩৯, ১২ জুলাই ২০১৭

লক্ষ্মীপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১১ জুলাই ॥ জেলার কমলনগরে ২০০৫ সালে মা খায়রুন নেছাকে হত্যার দায়ে পুত্র হারুনুর রশিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্তাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাইদুর রহমান গাজী আসামির বিরুদ্ধে এ রায় দেন। একই সময় আদালতের বিচারক আসামির নগদ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন । উল্লেখ্য, ২০০৫ সালের ১৮ জুলাই মা খায়রুন নেছাকে পিটিয়ে হত্যা করেছে। পরে খায়রুন নেছার মেয়ে রিনা বেগম বাদী হয়ে তৎকালীন রামগতি থানায় হারুনুর রশিদকে একমাত্র আসামি করে মামলা করেন। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণে দোষী সাব্যস্ত করে আসামির বিরুদ্ধে এ রায় দেন। রায় শোনার পরপরই আসামি আদালতে ঘুরে পড়ে যায়। ইউজিসি প্রতিনিধি দল জার্মানিতে আবদুল্লাহ আল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে ইউজিসি-শিক্ষা মন্ত্রণালয়ের তিন সদস্যের এক প্রতিনিধি দল ৫-৬ জুলাই জার্মানিতে অনুষ্ঠিত ‘জার্মান-বাংলাদেশ হায়ার এডুকেশন নেটওয়ার্ক ফর সাসটেইন্যাবল টেক্সটাইল’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করে। জার্মানির বন-এ অবস্থিত গুসটাভ-স্ট্রেসম্যান ইনস্টিটিউট, ল্যানজার গ্রাবেনওয়েগ ৬৮, ৫৩১৭৫-এ দুইদিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের (ডিএএডি) সহায়তায় কর্মশালাটির আয়োজন করে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড)। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে কমিশনের সচিব ড. মোঃ খালেদ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেনÑ রফিক আহমেদ সিদ্দিকী, উপ-সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়। জার্মানির পক্ষে কর্মশালায় অংশগ্রহণ করেন মি. লার্স গ্যারল্ড, হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন, ড্যাড, তার সহকর্মীবৃন্দ এবং মি. ক্রিশ্চিয়ান ভন মিজলাফ, জিআইজেড, ঢাকা অফিস। কর্মশালায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, জার্মানিতে অনুষ্ঠিতব্য ম্যাচ মেকিং কর্মশালায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের নির্বাচিত ১০টি বিশ^বিদ্যালয় থেকে প্রস্তাবনা ১৮ জুলাই আহ্বান করা হবে। -বিজ্ঞপ্তি সাউথইস্ট ভার্সিটি ছাত্রের পরিবারকে মৃত্যু দাবির চেক প্রদান সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র হাফেজ মোঃ হাসানুজ্জামানের পরিবারের কাছে গ্রুপ বীমার এক লাখ টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বনানীর ক্যাম্পাসের কনফারেন্স রুমে এই চেক হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফারুক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. রকিবুল হাসান এবং ফিন্যান্স ও এ্যাকাউন্টস বিভাগের নিয়ন্ত্রক মোঃ ওয়াদুদ আহমেদ। গত ১৪ জুন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের নামে দুই ছাত্রের গ্রুপ বীমার দুই লাখ টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র হাফেজ মোঃ হাসানুজ্জামান গত ৩ এপ্রিল সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। -বিজ্ঞপ্তি নর্দান ভার্সিটিতে সেমিনার সোমবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ‘ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোভারটিস বাংলাদেশ লিমিটেড ফার্মাসিউটিক্যালস ডিভিশনের কান্ট্রি হেড ডাঃ রিয়াদ মামুন প্রধানী। সেমিনারে উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার মোঃ রাশিদুল ইসলাম, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক লে. কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকী ও ফার্মেসি বিভাগের হেড প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×