ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চারঘাটে ছাত্রলীগের মিছিলে প্রতিপক্ষের হামলা ॥ আহত ৫

প্রকাশিত: ০৬:৩৯, ১২ জুলাই ২০১৭

চারঘাটে ছাত্রলীগের মিছিলে প্রতিপক্ষের হামলা ॥ আহত ৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী চারঘাটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উপজেলা সদরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকালে এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে নতুন কমিটি বাতিলের দাবিতে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী ফিরোজ আহম্মেদ লনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে চারঘাট বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের দিকে যাওয়ার সময় নতুন কমিটির একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিলের ওপর হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে ৫ জন আহত হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক লনি বলেন, আমরা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে নই। তবে কমিটিতে বিবাহিত, অছাত্র, বয়স নেই এমনকি ছাত্রলীগের সদস্য নয় এমন ছেলেদের নতুন কমিটিতে স্থান দেয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করলে তাদের ওপর হামলা চালানো হয়। তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার বলেন, বিক্ষোভকারীরা মিছিল থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দেয়ায় নেতাকর্মীরা প্রতিবাদ করেছে। কেউ হামলা চালায়নি। জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ জুলাই ॥ পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলি বাজারের একটি কম্পিউটারের দোকান থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদি ইয়াবা ও জাল টাকাসহ ৩ যুবককে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি ইন্টারনেটের মোর্ডেম, একটি প্রিন্টার, ৫শ’ টাকার ৩৩টি নোট, ৫ টাকার ৭০টি জাল স্ট্যাম্প, ৬টি কার্টিস পেপার ও ১৩৫ পিস ইয়াবা পাওয়া গেছে।
×