ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনার আশঙ্কা

ব্রিজটি এখন মরণফাঁদ

প্রকাশিত: ০৬:৩৫, ১২ জুলাই ২০১৭

ব্রিজটি এখন মরণফাঁদ

খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট সংলগ্ন (লিপি গার্মেন্টসের সামনে) এলাকার ডিএনডির নিষ্কাশন খালের ওপর ৫০ বছর আগে নির্মিত ব্রিজটি এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটিতে রেলিংবিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। দু’দিকেই খোলা। ব্রিজটি এখন জরাজীর্ণ। কয়েক বছর আগে রেলিং না থাকায় এক যুবক ব্রিজ থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। ব্রিজটি পুনর্নির্মাণ না করায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছে। ব্রিজটি যে কোন মূহূর্তে ভেঙ্গে পড়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। ফলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জানা যায়, সানারপাড়ের লন্ডন মার্কেট এলাকায় ডিএনডি খালের ওপর ৫০ বছর আগে মাত্র ১০-১২ ফুট চওড়া করে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হয়। তখন সানারপাড় এলাকায় হাতেগনা কয়েকটি আদি বসত, বাড়িঘর ছাড়া আর কিছুৃই ছিল না। এরশাদ সরকারের আমলে শিমরাইল থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সানারপাড় হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মাণ করা হয়। এ থেকেই সানারপাড় এলাকায় বাড়িঘর নির্মাণের হিড়িক পড়ে যায়। শুরু হয় গণবসিত। স্থাপিত হয় মিল-কারখানা, স্কুল-কলেজ। বর্তমানে সানারপাড় এলাকায় লোকে লোকারণ্যে পরিণত হয়েছে। সানারপাড় এলাকাটি রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় ঢাকা শহরের লোকজন এখানে এসে জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আছে। তাছাড়া লন্ডন মার্কেটের পরেই রাজধানী ঢাকার ডেমরা থানা এলাকাটি শুরু হয়েছে। অথচ সানারপাড়ের লন্ডন মার্কেটের লিপি গার্মেন্টসের সামনে নির্মিত ব্রিজটি এখনও ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ কিংবা ব্রিজটি সম্প্রাসারণ করা হয়নি। ইতোমধ্যে ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটি অতি পুরনো। ব্রিজটির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ডিএনডির অভ্যন্তরের নর্দমা, ময়লা-আর্বজনা ও মিল কারখানার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পচা পানি। সানারপাড় এলাকায় গড়ে উঠেছে বহু দোকানপাট, বহু গার্মেন্টসসহ বিভিন্ন মিলকারখানা, স্কুল-কলেজ, কিন্ডারগার্টেন, মসজিদ, মাদ্রাসা ও অসংখ্য প্রতিষ্ঠানের অফিস। সানারপাড় এলাকায় তৈরি হয়েছে বহুতল বিশিষ্ট অসংখ্য পাকা ইমারত। এখানকার লোকজনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও এ জরাজীর্ণ ব্রিজটি দিয়ে রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়ার বক্সনগর, টেংরা, নিমাইকাশারী, বাঘমারা, রসুলবাগ, পূর্ব ডগাইর, পাড়াডগাইর, কোদালদহ, গ্রীন সিটি আবাসিক এলাকা, বড় ভাঙ্গা, মনু মিয়া মার্কেট, তুষারধারা, সানারপাড় লন্ডন মার্কেট ও পশ্চিম সানারপাড়সহ বিভিন্ন এলাকার হাজার হাজার লোকজন প্রতিনিয়ত চলাচল করছে। জরাজীর্ণ এ ব্রিজটি দিয়ে মালামাল নিয়ে ভারি যানবাহনসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, ব্রিজটিতে রেলিং না থাকায় ব্রিজ থেকে প্রায়ই রিক্সা ও পথচারীরা পানিতে পড়ে যাচ্ছে। বেশ কয়েক বছর আগে রাজিব হোসেন নামে এক যুবক ব্রিজ থেকে ডিএনডির নিষ্কাশন খালের পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হতভাগ্য রাজিবের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর সমগ্র সানারপাড় এলাকায় ক্ষোভ ছড়িযে পড়েছিল। ক্ষুদ্র ব্যবসায়ী জামাল হোসেন জানায়, ব্রিজটি এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটি পুনর্নির্মাণ না করায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। সানারপাড় এলাকায় সরেজমিন গেলে স্থানীয় বাসিন্দাদের ব্রিজটি এখনও পুনর্নিমাণ না করায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ হতে দেখা গেছে। তারা জরুরী ভিত্তিতে পুরাতন ব্রিজটি ভেঙ্গে অত্যাধুনিক একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল জানান, ২০১৬ সালের ১২ ডিসেম্বর ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ব্রিজটি নির্মাণের জন্য কোন ছাড়পত্র (অনুমতি) দিচ্ছে না। তাই ব্রিজটি নির্মাণ করা যাচ্ছে না।
×