ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই দিনেও উদ্ধার হয়নি

পদ্মায় আটকে পড়া ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন

প্রকাশিত: ০৬:৩৩, ১২ জুলাই ২০১৭

পদ্মায় আটকে পড়া ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে পদ্মায় ডুবোচরে আটকে যাওয়া রো রো ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন দুই দিনেও উদ্ধার হয়নি। ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএ’র দুইটি উদ্ধারকারী জাহাজ কাজ করছে। তবে অধিক স্রোতের কারণে পলিমাটি এসে ফেরিটিকে ঘিরে ফেলায় উদ্ধার কাজে জটিলতা দেখা দিয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটস্থ এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টানিংয়ের মুখে স্রোতের কারণে ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে ওই স্থানে ফেরিগুলো আসার পর ফেরির চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সোমবার সকাল ৭টার দিকে রো রো ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিনসহ আটকে পড়ে ফেরি কেমেলিয়া। কেমেলিয়া উদ্ধার হলেও রুহুল আমিনকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএর আইটি-৯০ ও আইটি-৯১ নামে ২টি উদ্ধারকারী জাহাজ কাজ করছে। এপিবিএনে যোগদান করতে পারেননি সেই পুলিশ কর্মকর্তা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘পুলিশ কর্মকর্তার সঙ্গে মাদক বিক্রেতার গভীর সখ্য-ফোনালাপের তথ্য ফাঁস’ শিরোনামে গত ৪ জুন দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর প্রশাসন থেকে শুরু করে সর্বমহলে ব্যাপক তোলপাড় শুরু হয়। ওই রিপোর্টের জের ধরেই অবশেষে জেলার গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে বরিশাল এপিবিএনে বদলি করা হয়। সেখানেও তিনি (সহকারী পুলিশ সুপার) যোগদান করতে পারেননি। এপিবিএনের পরিচালক আইজিপির বরাবরে একটি আবেদনে উল্লেখ করেছেন, বরিশাল এপিবিএন একটি প্রশিক্ষণ কেন্দ্র। দীর্ঘদিন থেকে সুনামের সহিত এপিবিএন পরিচালিত হয়ে আসছে। তাই এখানে কোন বিতর্কিত অফিসারকে বদলি না করে অন্যত্র পোস্টিং দেয়ার আবেদন করেন। নাম প্রকাশ না করার শর্তে এপিবিএনের বিশ্বস্ত সূত্রে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, জনকণ্ঠে প্রকাশিত সংবাদের সূত্রধরে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে আইনপ্রয়োগকারী সংস্থার তিনটি দল পৃথকভাবে অতিগোপনে সহকারী পুলিশ সুপার রেজাউল করিমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তদন্ত করে সত্যতা পান।
×