ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭৬ ডলারে

প্রকাশিত: ০৬:১৫, ১২ জুলাই ২০১৭

৭৬ ডলারে

তাইপের একজন ব্যবসায়ী স্যাম হুয়াং মাত্র ৭৬ ডলার ব্যয় করে উপভোগ করেছেন ৭ হাজার ডলারের প্রথম শ্রেণীর বিমান সেবা। শুধু তাই নয়, জাপানে একটি ফাইভ স্টার হোটেলে থেকেছেন প্রায় বিনা খরচে। যদি কেউ জনপ্রিয় ট্রাভেল এজেন্সি কানটাস ফ্রিকোয়েন্ট ফ্লায়ারের সদস্য হন তবে তাদের সেবা ব্যবহারে ভোক্তা পেয়ে থাকেন পয়েন্ট। সেই পয়েন্ট খরচ করেই স্যাম হুয়াং বিমান, হোটেল এবং অন্যান্য খরচ মিটিয়েছেন। নিজের ৬০তম জন্মদিন পালন করতে বাবাকে নিয়ে দশ দিনের সফরে জাপানে যান স্যাম হুয়াং। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে জাপানের টোকিওতে যেতে গরুড় ইন্দোনেশিয়া এয়ারলাইন্সের বিমানের টিকেট কাটেন স্যাম হুয়াং। সচরাচর ইন্দোনেশিয়ার এয়ারলাইন্সের বিমানের প্রথম শ্রেণীর টিকেট পেতে খরচ করতে হয় সাত হাজার ডলার। কিন্তু ফ্রিকোয়েন্ট ফ্লায়ারের পয়েন্ট ব্যবহার করে ৬ হাজার ৯২৪ ডলার ডিসকাউন্ট পেয়েছেন স্যাম হুয়াং। ফ্লাইটের ত্রিশ মিনিট পূর্বে সবার আগে হুয়াংকে নিয়ে যাওয়া হয় কেবিনে। -ওয়েবসাইট
×