ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মঙ্গলগ্রহে বিষাক্ত রাসায়নিক

প্রকাশিত: ০৬:১৪, ১২ জুলাই ২০১৭

মঙ্গলগ্রহে বিষাক্ত রাসায়নিক

নতুন এক গবেষণায় মঙ্গলগ্রহের পৃষ্ঠে পারক্লোরেট নামের একটি বিষাক্ত রাসায়নিক যৌগের উপস্থিতি দেখা গেছে যা ইউভি লাইটের উপস্থিতিতে ব্যাকটেরিয়া ধ্বংস করে। বিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গল সম্ভবত অতীতের ধারণার চেয়েও অনেক বেশি আবাসযোগ্য গ্রহ। তাদের মতে, ভবিষ্যতে মিশনগুলোতে মঙ্গলে অতীতে কোন প্রাণের অস্তিত্ব ছিল কিনা বা বর্তমানে কোন প্রাণের অস্তিত্ব আছে কিনা, তা জানার জন্য এর ভূগর্ভস্থে আরও গভীর খনন করতে হবে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মঙ্গলপৃষ্ঠে এই পারক্লোরেট রাসায়নিক যৌগের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এরপর থেকেই মূলত গ্রহটি বসবাসের জন্য উপযুক্ত কিনা তা নিয়ে বড় রকমের প্রশ্ন দেখা দিয়েছে। গবেষকদের দাবি, মঙ্গলপৃষ্ঠে পারক্লোরেট এর পাশাপাশি আয়রন অক্সাইড এবং হাইড্রোজেন পারক্সাইড নামের আরও দুটি উপাদান থাকতে পারে যারা এই ব্যাকটেরিয়াদের মৃত্যুর সম্ভাবনাকে আরও ১০ গুণ বাড়িয়ে দিয়েছে। এই গবেষণার ফলাফল মঙ্গলে রোবোটিক এবং মানব অভিযানে প্রভাব ফেলবে বলে মনে করছেন গবেষকরা। -ডেইলি মেইল
×