ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে ॥ ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৪, ১২ জুলাই ২০১৭

প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে ॥ ক্রীড়া প্রতিমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা নিয়েছে সরকার। সারাদেশে ৪৯০টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ইতোমধ্যে ১৩১টি মিনি স্টেডিয়াম নির্মাণের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার হয়েছে। ৩ একর জমি নিশ্চিত হলেই মিনি স্টেডিয়াম করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য শরিফ আহমেদ, নুরুল ইসলাম চৌধুরীসহ একাধিক এমপির সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, সমস্ত এলাকার ছেলে মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে এই মিনি স্টেডিয়াম করা হচ্ছে। এখানে কোন স্কুল, কলেজের মাঠে মিনি স্টেডিয়াম করা যাবে না। শুধুমাত্র ৩ একর জমি নিশ্চিত হলেই শেখ রাসেল মিনি স্টেডিয়াম করা হবে। মন্ত্রী আরও জানান, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করার পরিকল্পনার অংশ হিসেবে ১৩১টির টেন্ডার ও নির্মাণ আদেশ হয়েছে এবং ৮০টির কাজ চলছে। পর্যায়ক্রমে সব উপজেলায় এই মিনি স্টেডিয়াম হবে। বিএনএফ সভাপতি এসএম আবুল কালাম আজাদের অপর সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গুলশান এলাকায় স্পোর্টস কমপ্লেক্স করা হবে। এই কমপ্লেক্সের মাধ্যমে গুলশান এলাকার সবাই উপকৃত হবে। টিএ্যান্ডটি মাঠকে মিনি স্টেডিয়াম করার বিষয়ে বললে এবং অনাপত্তি পত্র দিলে বিষয়টি বিবেচনা করা যাবে। জাতীয় পার্টির সংসদ সদস্য বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের বেকার যুবকদের (যুবক ও যুব মহিলা) জাতীয় উন্নয়নে সম্পৃক্তকরণ ও যুবসমাজের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে দেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় বেকার সমস্যা সমাধানে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে যুবদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণদান, প্রশিক্ষণোত্তর আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বীকরণ, যুব ঋণ প্রদান, দারিদ্র্য বিমোচন ইত্যাদি কর্মসূচী চালু রয়েছে। তিনি জানান, সরকার যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে আত্মকর্মসংস্থানে নিয়োজিত যুবদের প্রকল্প স্থাপন ও সম্প্রসারণের জন্য অধিদফতরের ঋণ কর্মসূচীর আওতায় ঋণ প্রদান করছে। যুব উন্নয়ন অধিদফতর নিজস্ব কার্যক্রমের অতিরিক্ত হিসেবে সরকারী-বেসরকারী যৌথ উদ্যোগে বেকার যুবদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
×