ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে তীর্থযাত্রীদের বাসে হামলায় শেখ হাসিনার নিন্দা

প্রকাশিত: ০৬:১৩, ১২ জুলাই ২০১৭

ভারতে তীর্থযাত্রীদের বাসে হামলায় শেখ হাসিনার নিন্দা

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের জম্মু ও কাশ্মীরের অমরনাথে তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় এ নিন্দা জানানোর পাশাপাশি হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে স্বজন হারানো পরিবারগুলোর প্রতি গভীর শোক প্রকাশ করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে সন্ত্রাসীদের নির্মূলে দুই প্রতিবেশী দেশ একযোগে কাজ চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। উল্লেখ্য, ভারতের জম্মু ও কাশ্মীরের অমরনাথে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এক হামলার ঘটনা ঘটে। এতে ছয় নারীসহ সাতজন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১৯ জন। একটি মন্দির পরিদর্শন শেষে ফিরে আসার সময় তীর্থযাত্রীদের বহনকারী বাসটি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়, যার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে দায়ী করেছে জম্মু ও কাশ্মীর রাজ্য পুলিশ।
×