ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিস্ময়কর প্রমোবট রোবট

প্রকাশিত: ০৫:৫৫, ১২ জুলাই ২০১৭

বিস্ময়কর প্রমোবট রোবট

রাশিয়ার একটি রোবট নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে, পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা থেকে তাদের রোবট একটি শিশুকে স্বেচ্ছায় বাঁচিয়েছে। রাশিয়ার পার্ম পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও ফুটেজে দেখানো হয়, প্রমোবট নামক একটি রোবট বাক্স ভরপুর একটি শেলফ পড়ে যাওয়া ঠেকিয়েছে, শেলফটিতে একটি মেয়েশিশু উঠতে গিয়ে শেলফসহ পড়ে যেতে লাগছিল। প্রমোবট রোবট তৈরির পর থেকেই একাধিক বিস্ময়কর ঘটনা শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছে রোবটটি পরীক্ষাগারে থাকাকালীন পালিয়ে যাওয়ার ঘটনাও। প্রমোবট রোবট মূলত কাস্টমার সার্ভিস রোবট, যা শপিং মলে কাস্টমারদের সঙ্গে যোগাযোগ ও প্রশ্নের উত্তর প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রমোবট গত বছরের জুন মাসে বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করেছিল, পরীক্ষাগার থেকে পালিয়ে গিয়ে। নির্মাতারা যখন গবেষণাগারে রোবটটির জন্য নতুন পজিশনিং সিস্টেম তৈরি করছিলেন যেন চলাচলের সময় কোন ধরনের সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে, সেসময় ভুলবশত গবেষণাগারের গেট খোলা থাকায় এক পর্যায়ে রোবটটি গেট দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। -ডেইলি মেইল
×