ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেউ হতাহত হয়নি

লোহাগাড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ০৫:৫৩, ১২ জুলাই ২০১৭

লোহাগাড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস/নিজস্ব সংবাদদাতা, পটিয়া ও বাঁশখালী ॥ চট্টগ্রামের লোহাগাড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে লোহাগাড়া-বাঁশখালী সীমান্তের গহীন পাহাড়ের বড় হাতিয়া হরিদারঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই দুই পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। ফলে কেউ হতাহত হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া হরিদারঘোনা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান নিচে পড়ে হঠাৎ বিকট শব্দ হয়। এক পর্যায়ে বিমানে আগুন ধরে যায়। ঘটনাস্থল লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা সীমান্তের গহীন পাহাড়ের উচুঁতে হওয়ায় উদ্ধারকারীরা কেউ দ্রুত পৌছাতে পারেনি। খবর পেয়ে এলাকার উৎসুক লোকজন প্রথমে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর লোকজন ছুটে যান। বিকেল পৌনে ৫টার দিকে বিমানবাহিনীর আরেকটি বিমান ঘটনাস্থল টহল দেয়। তবে এর আগেই দুর্ঘটনাকবলিত বিমান থেকে প্যারাসুটের সাহায্যে নেমে আসা দুই পাইলটকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইএসপিআর সূত্রে জানা যায়, উইং কমান্ডার কামরুল ও স্কোয়াড্রন লিডার নাজমুল প্যারাসূট ব্যবহার করে নিরাপদে অবতরণ করেন। বিমানটি ছিল ইয়াক-১৩০ মডেলের। রাশিয়ার তৈরি এ প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথম কমিশনিং হয় ২০১৫ সালে। লোহাগাড়া উপজেলার মিডিয়াকর্মী নূরুল ইসলাম ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানিয়েছেন, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটি লোহাগাড়া উপজেলার শেষ সীমান্তের বাঁশখালীর কাছাকাছি গহীন পাহাড়। প্রশিক্ষণ বিমানটি পাহাড়ের চূড়ায় বিধ্বস্ত হওয়াতে উদ্ধারকারীরা ঠিক সময়ে ঘটনাস্থলে পৌছাতে পারেন নি। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের সীমান্তের বাঁশখালী উপজেলার কাছাকাছি পাহাড়ে গহীন জঙ্গলে বিমান বিধ্বস্ত হওয়ায় পুলিশ, ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর সদস্যদের পক্ষে দ্রুত ছুটে যাওয়া সম্ভব হয়নি। তবে বিমানের পাইলট তার কৌশল অবলম্বন করে প্যারাসুটে নিরাপদে নামতে পেরেছেন।
×